খুলনা | শুক্রবার | ৩১ অক্টোবর ২০২৫ | ১৬ কার্তিক ১৪৩২

রামপালে সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ মাদক বিক্রেতা আটক

রামপাল প্রতিনিধি |
১১:৪৮ পি.এম | ৩০ অক্টোবর ২০২৫


রামপাল উপজেলায় সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ এক মাদক বিক্রেতা আটক হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার জিরো পয়েন্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে রামপাল আর্মি ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার শাহজাদার নেতৃত্বে একটি টিম জিরো পয়েন্ট এলাকায় অভিযান চালায়। এ সময় মোঃ শাহিনুর রহমান নামে এক মাদক বিক্রেতাকে গাঁজা বিক্রির সময় হাতেনাতে আটক করে। তার কাছ থেকে প্রায় ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে আটক ব্যক্তিকে রামপাল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।