খুলনা | শুক্রবার | ৩১ অক্টোবর ২০২৫ | ১৬ কার্তিক ১৪৩২

জেলা ক্রীড়া অফিস খুলনার আয়োজনে সাঁতার প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ক্রীড়া প্রতিবেদক |
১২:২৫ এ.এম | ৩১ অক্টোবর ২০২৫


তারুণ্যের উৎসব উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন ক্রীড়া পরিদপ্তর আয়োজিত বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় জেলা ক্রীড়া অফিস খুলনার ব্যবস্থাপনায় সাঁতার প্রতিযোগিতা ও সমাপনী অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার খুলনা মহিলা ক্রীড়া কমপ্লেক্স সুইমিং পুল হলরুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিকুর রহমান। খুলনা মহানগরীর বিভিন্ন স্কুল ও পার্শ্ববর্তী থানা থেকে আগত প্রায় ১৫০ জন ছাত্রছাত্রী এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। সাঁতার প্রতিযোগিতা পরিচালনা করেন খুলনার বিভিন্ন স্কুল থেকে আগত ক্রীড়া শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার মোঃ আলিমুজ্জামান।