খুলনা | শুক্রবার | ৩১ অক্টোবর ২০২৫ | ১৬ কার্তিক ১৪৩২

৫নং ওয়ার্ডে লিফলেট বিতরণকালে মাহফুজ

নির্বাচনের আগেই গণভোট এবং তার ভিত্তিতেই নির্বাচন হতে হবে

খবর বিজ্ঞপ্তি |
০২:০৭ এ.এম | ৩১ অক্টোবর ২০২৫


মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, গণভোটটি হবে আমাদের সমস্ত সংস্কার জুলাই সনদ হিসেবে যেটাকে আমরা একটি প্যাকেজ হিসেবে বিবেচনা করছি। সেটাকে নিয়ে গণভোট হবে। সুতরাং গণভোটটা আগেই হয়ে যাওয়া দরকার। জনগণ যদি গ্রহণ করে, সেই গণভোটের ভিত্তিতেই পরবর্তী প্রক্রিয়াগুলো এবং নির্বাচন হবে। আর জনগণ যদি বাতিল করে দেয়, তাহলে তো সেটা এখানে শেষ হয়ে যাবে। সুতরাং বিষয়টা খুব স্পষ্ট হবে। নির্বাচনের আগেই গণভোট হবে এবং নির্বাচন তার ভিত্তিতে হবে। 
গতকাল বৃহস্পতিবার বিকেলে খুলনা-৩ আসনের দৌলতপুর থানাধীন ৫নং ওয়ার্ডের মোল্লার মোড় ও শেরে বাংলা মাধ্যমিক বালিকা বিদ্যালয়সহ বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।
এ সময় দৌলতপুর থানা আমীর মুশাররফ আনসারী, সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন, ৫নং ওয়ার্ড আমীর জাকির হোসেন, সেক্রেটারি ইবাদত হোসেন, রেজাউল কবির, আশরাফ হোসেন, হাসানুজ্জামান, নিজামুদ্দিন, আরিফ হোসেন, হুমায়ুন কবির, আলী আকবার, মীর হুমায়ুন কবির, সোহরাব হোসেন, সান্টু, আরিফুল ইসলাম, জাকির হোসেন, রুম্মান, জয়নাল আবেদীন, দেলোয়ার হোসেন, আবু সাঈদ, মারুফ ও  রাজু প্রমুখ উপস্থিত ছিলেন।