খুলনা | শুক্রবার | ৩১ অক্টোবর ২০২৫ | ১৬ কার্তিক ১৪৩২

নগরীতে মদসহ ৫ মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক |
০২:১৪ এ.এম | ৩১ অক্টোবর ২০২৫


নগরীর স্টেশন রোডস্থ বার্মাশীল এলাকায় অভিযান চালিয়ে ২৮ লিটার মদসহ ৫ মাদক কারবারিকে গ্রেফতার করেছে খুলনা সদর থানা পুলিশ। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। 
গ্রেফতার ৫ মাদক কারবারিরা হলেন, ৮নং সামছুর রহমান রোডের প্রবীর দাশ পলাশ কুমার দাশ (৪১), ১৪/৩, পূর্ব বানিয়াখামার এলাকার মোঃ আক্তার হোসেনের ছেলে তাইমুন শেখ (৩৭),  ইকবাল নগর এলাকার দুলাল দত্তের ছেলে দেবব্রত দত্ত (৪৪), দোলখোলা এলাকার মৃত শ্যামল সেনের ছেলে উজ্জল সেন (৪০) ও মুন্সীপাড়া ২য় গলির মৃত শফি আলম এর ছেলে কাওছার আলম (৬০)। 
কেএমপি জানায়, ২৯ অক্টোবর রাতে নগরীর স্টেশন রোডস্থ বার্মাশীল এলাকায় অভিযান পরিচালনা করে খুলনা সদর থানা পুলিশ। এ সময় ২৮ লিটার মদসহ ওই ৫ জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।