খুলনা | শুক্রবার | ৩১ অক্টোবর ২০২৫ | ১৬ কার্তিক ১৪৩২

কয়রা-পাইকগাছা উন্নয়ন ফোরামের সাথে নির্বাচনী সমাবেশে আবুল কালাম

খবর বিজ্ঞপ্তি |
০২:১৪ এ.এম | ৩১ অক্টোবর ২০২৫


অবহেলিত উপকূলীয় অঞ্চল কয়রা-পাইকগাছাবাসীদের স্বাস্থ্যসেবা, জীবনযাত্রার মানোন্নয়ন এবং সুশাসনের ওপর সর্বাধিক গুরুত্বারোপ করে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, দেশের মানুষ আজ ইসলামী সমাজ প্রতিষ্ঠার আকাক্সক্ষায় উজ্জীবিত। 
তিনি আরো বলেন, বর্তমান সমাজে ন্যায়, আদর্শ ও মানবিক মূল্যবোধ ফিরিয়ে আনার একমাত্র পথ হলো ইসলাম। ইসলাম ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠিত হলে  বৈষম্যমুক্ত সমাজ গঠন সম্ভব হবে ইনশাআল্লাহ। তিনি সকলকে ইসলামী সমাজ গঠনের মহান আন্দোলনে অংশগ্রহণের আহŸান জানান। তিনি আরও বলেন, জনগণ পরিবর্তন চায়, ন্যায় ও উন্নয়নের রাজনীতি চায়। কয়রা-পাইকগাছার মাটিতে ন্যায়, নৈতিকতা ও দেশপ্রেমের নতুন ধারা প্রতিষ্ঠা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। উপস্থিত সবাই বিজয়ের প্রত্যয়ে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরীর আল ফারুক সোসাইটি মিলনায়তনে খুলনায় অবস্থানরত কয়রা-পাইকগাছাবাসীদের নিয়ে নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন। 
কয়রা-পাইকগাছা উন্নয়ন ফোরামের সভাপতি এসএ মুকুলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মহানগর জামায়াতের আমীর ও খুলনা-৩ আসনের এমপি প্রার্থী অধ্যাপক মাহফুজুর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি এড. মোস্তাফিজুর রহমান, মহানগর সহকারী সেক্রেটারি এড. শাহ আলম, সোনাডাঙ্গা থানা আমীর জি এম শহিদুল ইসলাম, হরিণটানা থানা আমীর জিএম আব্দুল গফুর, ফোরামের সহ-সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক রায়হান কবীর, আব্দুল মান্নান, হযরত আলী, নির্বাহী সদস্য রাকিবুল ইসলাম, ইমরান হোসেন, দিদারুল ইসলাম, আব্দুল আলিম ও আরিফুর রহমান প্রমুখ।