খুলনা | শনিবার | ০১ নভেম্বর ২০২৫ | ১৭ কার্তিক ১৪৩২

রূপসার নৈহাটী মধ্যপাড়ায় আব্দুল কাদের জামে মসজিদের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক |
১১:৩৩ পি.এম | ৩১ অক্টোবর ২০২৫


রূপসা উপজেলার ৩নং নৈহাটী ইউনিয়নের নৈহাটী মধ্যপাড়া এলাকায় আব্দুল কাদের জামে মসজিদের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। মসজিদে খুৎবা পাঠ করেন ও ইমামতি করেন মুফতি আনিসুর রহমান। শুভেচ্ছা বক্তৃতা করেন বিশিষ্ট সমাজসেবক শফিকুর রহমান বাবলু। 
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র আহŸায়ক মোল­া সাইফুর রহমান, যুগ্ম-আহŸায়ক রবিউল ইসলাম, বিশিষ্ট আইনজীবী এসএম মোস্তাফিজুর রহমান, আব্দুল কাদের মসজিদের পেশ ইমাম মাওলানা মুফতি আবু হাসান, জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ কবির শেখ, নৈহাটী ইউনিয়ন বিএনপি’র সাবেক সদস্য সচিব দিদারুল ইসলাম, জেলা যুবদলের সদস্য ও নৈহাটী কালিবাড়ী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোক্তাদির বিল­াহ, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষা অফিসার আব্দুর রহিম, সহকারি শিক্ষক মাওলানা মাওলানা মঞ্জুর আহমেদ, বিশিষ্ট সমাজসেবক আব্দুর রাজ্জাক হাওলাদার, ইকবাল হোসেন, আব্দুল কাদের জামে মসজিদ কমিটির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আফজাল হোসাইন, কোষাধ্যক্ষ এমদাদুল হক, নৈহাটী ইউনিয়ন বিএনপি সার্চ কমিটির সদস্য আব্দুল হালিম মোড়ল, নৈহাটী মধ্যপাড়া জামে মসজিদ কমিটির সভাপতি তারেক আহমেদ টিপু, সাবেক ইউপি সদস্য শরিফুল ইসলাম, আয়ান ট্রেডার্স স্বত্তাধিকারী মোঃ ওসমান গনি, সাবেক ছাত্রনেতা ফরহাদ হোসেন, নৈহাটী শ্রমিক দলের সভাপতি মোঃ মাহফুজ শেখ, মোঃ নূরুদ্দীন মোল­া, জাহাঙ্গীর হোসেন, নেহলাপুর হাজেরা বিবি জামে মসজিদের ইমাম ও খতীব মুফতি শামছুর রহমান, বিএনপি নেতা নিজাম উদ্দিন টিটো, মনিরুজ্জামান মনি, বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল ইসলাম প্রমুখ। উলে­খ্য, রূপসা উপজেলার নৈহাটী গ্রামের বাসিন্দা বিশিষ্ট সমাজসেবক শফিকুর রহমান বাবলু’র একান্ত সহযোগিতা ও আন্তরিকতায় আব্দুল কাদের জামে মসজিদের উদ্বোধন করা হয়েছে। এলাকার শতশত মুসলি­ জুমার নামাজ আদায় করতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।