খুলনা | শনিবার | ০১ নভেম্বর ২০২৫ | ১৭ কার্তিক ১৪৩২

চিতলমারী সদর ইউনিয়নে ইসলামী আন্দোলনের প্রার্থীর গণসমাবেশ

চিতলমারী প্রতিনিধি |
১১:৩৩ পি.এম | ৩১ অক্টোবর ২০২৫


ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনিত বাগেরহাট-১ আসন প্রার্থী মোল­া মুজিবর রহমান শামীম চিতলমারীতে গণ সমাবেশ করেছেন। শুক্রবার  বিকেলে সদর ইউনিয়নের বারাশিয়া বাজারে আয়োজিত সমাবেশ দলের বিভিন্ন সহযোগি সংগঠনের নেতাকর্মিসহ সাধারন মানুষের অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে।    
দলের সদর ইউনিয়ন শাখার সভাপতি মোঃ সাইফুর রহমান লিপুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাগেরহাট জেলা শাখার সভাপতি মাওলানা মাহফুজুর রহমান এবং প্রধান মেহমান ছিলেন দলের মনোনীত বাগেরহাট-১ আসন প্রার্থী মোল­া মুজিবর রহমান শামীম। সদর ইউনিয়ন শাখার সাধারন সম্পাদক মোঃ টুটুল মলি­কের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চিতলমারী উপজেলা শাখার সভাপতি ডাঃ আবুল কালাম কাজী, সাধারন সম্পাদক মাওলানা শাহাদাৎ হোসাইন, উপজেলা শাখার উপদেষ্টা মাওলানা কেরামত আলী, সাবেক সভাপতি মাওলানা বোরহান উদ্দিন খান, ইসলামী যুব আন্দোলন উপজেলা শাখার সভাপতি ডাঃ শেখ নাজমুল হুদা, সাধারন সম্পাদক শেখ আতিয়ার রহমান, ইসলামী ছাত্র আন্দোলন সভাপতি মোঃ আব্দুল করিম, সেক্রেটারী সোঃ খবির শেখ ও হিন্দু স¤প্রদায়ের প্রতিনিধি সভা রঞ্জন গুহ। সমাবেশটি সার্বিক সহযোগিতায় ছিলেন মোঃ জাহাঙ্গীর মুন্সি, মোঃ জিহাদুল ইসলাম শেখ, মোঃ রাকিব খান ও মোঃ ওবায়দুর রহমান কাবুল হাওলাদার।