খুলনা | শনিবার | ০১ নভেম্বর ২০২৫ | ১৭ কার্তিক ১৪৩২

জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ খুলনা জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন

খবর বিজ্ঞপ্তি |
১২:১৫ এ.এম | ০১ নভেম্বর ২০২৫


সংস্কৃতির জাগরণী শক্তি সকল অন্ধকার দূর করবেই বললেন সংস্কৃতিজন মফিদুল হক। শুক্রবার জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, খুলনা জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।  প্রফেসর সাধন ঘোষের সভাপতিত্বে বক্তৃতা করেন অধ্যাপক আনোয়ারুল কাদির, আবুল ফারাহ পলাশ, শিল্পী অশোক সাহা, শিল্পী তানিয়া মান্নান ও শিল্পী দীপ্র নিশান্ত। 
সম্মেলনে আগামী দুই বছরের জন্য সংগঠনের নির্বাহী পরিষদের সভাপতি প্রফেসর সাধন ঘোষ ও মিনা মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট নির্বাহী পরিষদ গঠন করা হয়।