খুলনা | রবিবার | ০২ নভেম্বর ২০২৫ | ১৭ কার্তিক ১৪৩২

গোপালগঞ্জে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি |
১২:১৬ এ.এম | ০১ নভেম্বর ২০২৫


গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিষধর সাপের কামড়ে সম্পা মজুমদার (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি ইউনিয়নের কালিগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। মৃত কালিগঞ্জ বাজারের তাপস মজুমদারের স্ত্রী।
তার স্বামী তাপস মজুমদার জানান, সম্পা মজুমদার রান্নার কাজে ব্যবহৃত জ্বালানি কাঠ আনতে গেলে একটি বিষাক্ত সাপের গায়ে আঘাত লাগে। সাথে সাথে ওই সাপটি তার ডান হাতে ছোবল দেয়। সম্পার চিৎকারে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।