খুলনা | সোমবার | ০৩ নভেম্বর ২০২৫ | ১৮ কার্তিক ১৪৩২

২০২৭ পর্যন্ত বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক শান্ত

ক্রীড়া প্রতিবেদক |
০৬:২৪ পি.এম | ০১ নভেম্বর ২০২৫


বাংলাদেশ টেস্ট দলের নেতৃত্বে পরিবর্তন আসছে না। বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্তই থাকছেন টেস্ট অধিনায়কের দায়িত্বে, ২০২৭ সাল পর্যন্ত।

আজ শনিবার (০১ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, চলমান ২০২৫–২০২৭ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের শেষ পর্যন্ত শান্তই দলকে নেতৃত্ব দেবেন।

২০২৩ সালে টেস্ট অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করা শান্ত এখন পর্যন্ত ১৪টি টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্বে লাল বলের ক্রিকেটে বাংলাদেশ দলে এসেছে স্থিতিশীলতা ও আত্মবিশ্বাসের ছাপ।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বলেন, শান্ত নেতৃত্বে যে পরিপক্বতা ও দায়িত্বশীলতা দেখিয়েছে, তাতে আমরা আশাবাদী। দলের ভেতরে তার প্রভাব ও দৃষ্টিভঙ্গি ইতিবাচক। নেতৃত্বে ধারাবাহিকতা বজায় রাখলে দলের অগ্রগতি আরও ত্বরান্বিত হবে।

দায়িত্ব অব্যাহত রাখার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নাজমুল হোসেন শান্ত। তিনি বলেন, বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক হিসেবে কাজ চালিয়ে যেতে পারা আমার জীবনের সবচেয়ে বড় গর্বের বিষয়। বোর্ড আমার ওপর যে বিশ্বাস রেখেছে, তার মর্যাদা রাখার সর্বোচ্চ চেষ্টা করব। আমাদের দলে অনেক সম্ভাবনাময় ক্রিকেটার আছে। আমি বিশ্বাস করি, আমরা একসঙ্গে একটি সফল ও স্মরণীয় সময় পার করব।

আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজ দিয়েই শুরু হবে বাংলাদেশের নতুন টেস্ট মৌসুম।