খুলনা | সোমবার | ০৩ নভেম্বর ২০২৫ | ১৯ কার্তিক ১৪৩২

কালিগঞ্জের তেতুলিয়ার জগধাত্রী পূজায় গরিবের ডাক্তার ডাঃ শহিদুল আলমের স¤প্রীতির বার্তা

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১১:৪৯ পি.এম | ০২ নভেম্বর ২০২৫


সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনের গরিবের ডাক্তার ডাঃ মোঃ শহিদুল আলম বলেছেন বাংলাদেশ একটি অসা¤প্রদায়িক, শান্তিপ্রিয় ও মানবিক দেশ। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের মানুষ যুগ যুগ ধরে একসঙ্গে বসবাস করে আসছে। আমাদের পূর্বপুরুষেরা একে অপরের সুখ-দুঃখে পাশে থেকেছেন, উৎসব ভাগ করে নিয়েছেন, প্রতিবেশীকে আপনজন হিসেবে দেখেছেন এটাই আমাদের জাতির সত্যিকারের পরিচয়।
তিনি আরও বলেন আজকের পৃথিবীতে যখন বিভাজন ও ঘৃণার বার্তা ছড়িয়ে পড়ছে, তখন আমাদের দায়িত্ব স¤প্রীতির আলোকবর্তিকা জ্বালিয়ে রাখা। আমরা যদি একে অপরের ধর্মকে সম্মান করি, তবে সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব হবে।
শনিবার রাতে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তেতুলিয়া দাশপাড়ায় শ্রী শ্রী জগধাত্রী মন্দিরে অনুষ্ঠিত জগধাত্রী পূজায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান পাড়, ইউপি সদস্য মোঃ আরশাদ আলী, তারালী ইউনিয়ন বিএনপি’র নবনির্বাচিত সভাপতি মোঃ অলিড হোসেন, নলতা ইউনিয়ন বিএনপি’র নবনির্বাচিত সভাপতি মোঃ কিসমতল বারী, সাধারণ সম্পাদক মিলন সরকার, কালিগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ আঃ আজিজ, কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এস এম সেলিম আহমেদ, সদস্য রাজু আহমেদ জাকির ও আবু হাসান, নলতা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আব্দুল কাদের মেম্বার, কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শেখ পারভেজ ইসলাম, যুগ্ম-আহবায়ক আব্দুল আল মামুন, নলতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামীম পারভেজ, নলতা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শেখ আফজাল হোসেন ও সাংগঠনিক সম্পাদক ইমন হোসেনসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 
জগধাত্রী পূজা উপলক্ষে এলাকার হিন্দু স¤প্রদায়ের মানুষ ও সর্বস্তরের গ্রামবাসীর অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় এক মিলনমেলায়। পূজা মন্ডপে অতিথিরা ধর্মীয় স¤প্রীতির প্রতীক হিসেবে প্রদীপ প্রজ্বলন করেন এবং শান্তি, স¤প্রীতি ও সমৃদ্ধ বাংলাদেশের জন্য প্রার্থনা জানান।