খুলনা | সোমবার | ০৩ নভেম্বর ২০২৫ | ১৯ কার্তিক ১৪৩২

ডুমুরিয়ার দুই সমাজ সেবকের মৃত্যুতে শোক দীপ্ত দেড়ুলীর

খবর বিজ্ঞপ্তি |
১২:৩০ এ.এম | ০৩ নভেম্বর ২০২৫


দীপ্ত দেড়ুলী (শিক্ষা ও উন্নয়নের জন্য আন্দোলন) ডুমুরিয়া খুলনার অন্যতম পৃষ্ঠপোষক ও দুইজন সমাজ সেবকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ, মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নেতৃবৃন্দ।
বিবৃতিতে নেতৃবৃন্দ জানান, আন্দুলিয়া নিবাসী মরহুম সাহেব আলী আকুঞ্জীর ছেলে সাবেক দি নিউ নেশান জাতীয় দৈনিক পত্রিকার ডিপুটি চিফ একাউন্টেন্ড পরবর্তীতে এ মতিন এন্ড কোং (চাটার্ড এ্যাকাউন্ট্যান্ট) প্রতিষ্ঠানের পরিচালক, বিশিষ্ট সমাজ সেবক এ কে এম আব্দুল মতিন (৭০) গত ৩০ অক্টোবর মৃত্যুবরণ। 
অন্যদিকে দেড়–লী নিবাসী মরহুম আব্দুল মজিদ ফারাজীর জ্যেষ্ঠ বিশিষ্ট সমাজ সেবক আব্দুল কুদ্দুস ফারাজী (৫৮) গত শনিবার মগবাজারস্থ ঢাকা কমিউনিটি কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
বিবৃতিদাতারা হলেন দীপ্ত দেড়–লী (শিক্ষা ও উন্নয়নের জন্য আন্দোলন) সংগঠনের আহবায়ক এফ এম আফসার উদ্দিন, যুগ্ম-আহবায়ক এফএম আক্তারুজ্জামান এড. মোঃ আবু বকর গাজী, এফ এম মাহবুর রহমান, মোঃ শরীফুল ইসলাম মোল্যা, মুহাম্মদ ইসমাইল হোসেন ফকির, আতাউর রহমান মোড়ল, অসীম কুমার দেওয়ান, এ এম সিরাজুল ইসলাম, মোঃ শহীদুল ইসলাম ফারাজী, তরুন কুমার বৈরাগী, শেখ ইদ্রিস আলী, আঃ মজিদ ফকির, চন্ডিদাস দেওয়ান, আকুঞ্জী জহুরুল ইসলাম, মোঃ ওমর আলী আকুঞ্জী, শিল্পপতি এএম হারুনার রশিদ, এএম কামরুল ইসলাম, সাংবাদিক এম সাহেব আলী, সাংবাদিক মোঃ আনোয়ার হোসেন আকুঞ্জী ও আব্দুর রহীম প্রমুখ।