খুলনা | সোমবার | ০৩ নভেম্বর ২০২৫ | ১৯ কার্তিক ১৪৩২

দীর্ঘ ২২ বছর পর ঐতিহ্যবাহী শিরোমনি বাজার বণিক সমিতির ভোট ২৫ নভেম্বর

খানজাহান আলী থানা প্রতিনিধি |
১২:৩১ এ.এম | ০৩ নভেম্বর ২০২৫


ঐতিহ্যবাহী শিরোমনি বাজার বণিক সমিতির নির্বাচন আগামী ২৫ নভেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান গতকাল রবিবার সন্ধ্যায়  আনুষ্ঠানিক এ তফসিল ঘোষণা করেন। শিরোমনি বাজার বণিক সমিতির নিজস্ব কার্যালয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান শেখ ইকবাল হোসেন এ তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী আজ ৩ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। আগামী ৪ নভেম্বর সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত  ভোটার তালিকার উপর আপত্তি গ্রহণ, ৫ ও ৬ নভেম্বর ভোটার তালিকার আপত্তির উপর শুনানি ও নিষ্পত্তি, ৭ নভেম্বর চ‚ড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ৮ নভেম্বর মনোনয়নপত্র বিক্রয়/ সংগ্রহ, ১০ নভেম্বর সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মনোয়নপত্র জমা,  ১১ নভেম্বর মনোনয়ন পত্র যাচাই-বাছাই, ১২ নভেম্বর খসড়া প্রার্থী তালিকা প্রকাশ, ১৪ নভেম্বর প্রার্থিতা  প্রত্যাহারের শেষ তারিখ, ১৫ নভেম্বর চ‚ড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, ১৬ নভেম্বর প্রতীক বরাদ্দ এবং আগামী ২৫ নভেম্বর সকাল ৯টা  থেকে  বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। 
তফসিল ঘোষণা অনুষ্ঠানে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোড়ল আনিসুর রহমান, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জেলা জামায়াতে ইসলামে সহকারি সেক্রেটারি মুন্সি মইনুল ইসলাম, বাজার বণিক সমিতির সদস্য, স্থানীয় সাংবাদিক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 
শিরোমনি বাজার বণিক সমিতির সূত্রে জানা গেছে ২০০৩ সালে সর্বশেষ এ বাজারে নির্বাচন অনুষ্ঠিত হয়। দীর্ঘ ২২ বছর পর শিরোমনি বাজার বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বণিক সমিতির ১১টি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। পদগুলো হলো সভাপতি ১টি পদ, কার্যকরী সভাপতি ১টি, সহ-সভাপতি ১টি, সাধারণ সম্পাদক ১টি, যুগ্ম-সম্পাদক ১টি, সহ-সাধারণ সম্পাদক ১টি, সাংগঠনিক সম্পাদক ১টি, কোষাধ্যক্ষ ১টি, প্রচার সম্পাদক ১টি, দপ্তর সম্পাদক ১টি এবং কার্যনির্বাহী সদস্য ১ জন।