খুলনা | সোমবার | ০৩ নভেম্বর ২০২৫ | ১৯ কার্তিক ১৪৩২

যশোরে তিন উড়ন্ত ছিনতাইকারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, যশোর |
১২:৩২ এ.এম | ০৩ নভেম্বর ২০২৫


শহরে রিকশা-ইজিবাইক যাত্রীদের কাছ থেকে চলন্ত অবস্থায় ছিনতাই করে দ্রুত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়াদের বলা হয় উড়ন্ত ছিনতাইকারী। প্রতিনিয়ত এদের কবলে পড়ছেন পথচারীরা। বিশেষ করে শহরের নির্জন স্থান বা শহরতলীর রাস্তাগুলোতে এদের অপতৎপরতা বেশি। এরকম তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলেন যশোর সদর উপজেলার বিরামপুর পশ্চিমপাড়ার জাহিদ খানের ছেলে আকাশ খান, একই এলাকার হাফেজপাড়ার রফিকুল ইসলামের ছেলে জিসান খান এবং পশ্চিমপাড়ার মৃত আব্দুল কাদেরের ছেলে আমিনুর রহমান। 
রোববার দুপুরে এসব উড়ন্ত ছিনতাইকারীকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ। তাদের কাছ থেকে জব্দ করা হয় ছিনতাইয়ে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং একটি মোবাইল ফোনসেট।  
পুলিশ জানায়, গত ২২ অক্টোবর রাতে শহর থেকে বাড়ি ফেরার পথে ঢাকা রোড কাঁঠালতলায় ছিনতাইকারীদের কবলে পড়েন পাঁচবাড়িয়া গ্রামের দেবদাস দাস। তিনি মোবাইল ফোনে কথা বলা অবস্থায় বাইসাইকেল চালাচ্ছিলেন। সে সময় তিনজন ছিনতাইকারী একটি মোটরসাইকেলে যেয়ে চলন্ত অবস্থায় তার মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। 
দেবদাস দাস এ বিষয়ে কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করার পর পুলিশ তদন্তে নামে। এর ভিত্তিতে শনিবার (১ নভেম্বর) রাতে গ্রেফতার করে আকাশ খানকে। তার কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোন এবং ছিনতাই কাজে ব্যবহৃত অ্যাপাচি ফোর-ভি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
আকাশের দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার গ্রেফতার করা হয় জিসান খান এবং আমিনুর রহমানকে। এরপর রোববার দুপুরে নিয়মিত মামলা করেন দেববাস দাস।  গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন যশোর কোতোয়ালি থানার এসআই আল মামুন।