খুলনা | সোমবার | ০৩ নভেম্বর ২০২৫ | ১৯ কার্তিক ১৪৩২

মোল্লাহাটে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মোল্লাহাট প্রতিনিধি |
০১:১৩ এ.এম | ০৩ নভেম্বর ২০২৫


মোল্লাহাটে ভারি বৃষ্টির মধ্যে বজ্রপাতে আক্কাস শিকদার (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার রাত ৭টার দিকে উপজেলার কাচনা উত্তরপাড়া গ্রামের নিজ মৎস্য ঘেরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায় রাতে আক্কাস শিকদার তার মাছের ঘেরে কাজ করছিলেন। হঠাৎ ভারী বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে তিনি বজ্রাঘাতে  ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা ঘের থেকে তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। নিহত আক্কাস শিকদার ওই গ্রামের মৃত মোজাম শিকদারের ছেলে। হঠাৎ তার মৃত্যুর খবরে এলাকা শোকের ছায়া নেমে এসেছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফজলুল হক বলেন, নিজের ঘেরে বজ্রপাতে কৃষক আক্কাস শিকদার মারা গেছেন। এটি সম্পূর্ণ প্রাকৃতিক দুর্ঘটনা। নিহতের পরিবার তার দাফন সম্পন্ন করেছে।