খুলনা | সোমবার | ০৩ নভেম্বর ২০২৫ | ১৯ কার্তিক ১৪৩২

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২৭ নভেম্বর, তফসিল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
০১:১৫ এ.এম | ০৩ নভেম্বর ২০২৫


আগামী ২৭ নভেম্বর সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন ২০২৫  অনুষ্ঠানের লক্ষ্যে রোববার নির্বাচনী তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
ঘোষিত তফসিল অনুযায়ী ৩ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ। ৫ নভেম্বর খসড়া ভোটার তালিকার বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপত্তি দাখিল। ৬ নভেম্বর  নির্বাচন কমিশন কর্তৃক চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। ৯ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকার বিরুদ্ধে কার্যনির্বাহী পরিষদের কাছে আপত্তি দাখিল। ১০ নভেম্বর  কার্যনির্বাহী পরিষদ কর্তৃক সংশোধনী পূর্বক চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। ১১ নভেম্বর মনোনয়নপত্র সরবরাহ। ১৩ নভেম্বর মনোনয়নপত্র দাখিল। ১৬ নভেম্বর মনোনয়ন পত্র যাচাই-বাছাই ও প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ। ১৭ নভেম্বর মনোনয়নপত্র গৃহীত না হলে প্রধান নির্বাচন কমিশনারের নিকট আপত্তি দাখিল এবং প্রধান নির্বাচন কমিশনার কর্তৃক আপত্তি নিষ্পত্তি সংক্রান্ত তালিকা প্রকাশ। ১৮ নভেম্বর আপত্তি না মঞ্জুর হলে কার্যনির্বাহী পরিষদে (নির্বাচনী ট্রাইব্যুনাল) আপিল  দাখিল। ১৯ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার ও চূড়ান্ত  প্রার্থী তালিকা প্রকাশ এবং ২৭ নভেম্বর ভোট গ্রহণ।
নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী মনোনয়নপত্র সরবরাহ ও দাখিলসহ সকল কার্যক্রম জেলা আইনজীবী সমিতির ১নং ভবনের দ্বিতীয় তলার নির্বাচন কমিশনের কার্যালয়ে অনুষ্ঠিত হবে। এছাড়া ভোট গ্রহণ সমিতির ১নং ভবনের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হবে।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন সিনিয়র আইনজীবী শফিকুল ইসলাম খোকন। এছাড়া অন্যান্য নির্বাচন কমিশনাররা হলেন এড. ফেরদৌসি আরা লুসি, এড. তারক কুমার মিত্র, এড. আনিছুর কাদির ময়না, এড. খায়রুল বদিউজ্জামান, এড. এস এম মশিয়ার রহমান ও এড. কাজী আব্দুল­্যাহ আল হাবিব।