খুলনা | সোমবার | ০৩ নভেম্বর ২০২৫ | ১৯ কার্তিক ১৪৩২

প্রাইজবন্ডের ১২১তম ড্র : প্রথম পুরস্কার জিতলো ০১০৮৩৩১

খবর প্রতিবেদন |
০১:৫৫ এ.এম | ০৩ নভেম্বর ২০২৫


১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ১২১তম ড্র অনুষ্ঠিত হয়েছে। ড্রয়ে ৬ লাখ টাকার প্রথম পুরস্কার পেয়েছে নম্বর ০১০৮৩৩১। দ্বিতীয় পুরস্কার ৩ লাখ ২৫ হাজার টাকা পেয়েছে ০১৫৬৮৯৭। এছাড়া তৃতীয় পুরস্কার হিসেবে ১ লাখ টাকা করে দু’টি নম্বর নির্ধারণ করা হয়েছে- ০০৫৬৩৬২ ও ০৪৫৩৬৬৮। ৫০ হাজার টাকার চতুর্থ পুরস্কার পেয়েছে ০৯১২৪৪৪ ও ০৯৮৩৫৭২ নম্বর দু’টি।
রোববার ঢাকার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ ড্র অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ ব্যাংক, সঞ্চয় অধিদপ্তর ও অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১০ হাজার টাকার পঞ্চম পুরস্কারের জন্য ৪০টি নম্বর ঘোষণা করা হয়। সেগুলো হলো : ০০১৩৩৮৬, ০০১৪৯৯২, ০০২৮১৮৩, ০০৫৩২২৬, ০১১৯০৬৯, ০১৬৮৮৭৩, ০২৪৪০৭৪, ০২৫৭৫৯৪, ০২৬৫৯৩৮, ০২৯২৯৪১, ০২৯৬৪২৯, ০৩২৭৯১০, ০৩৪০৪০৭, ০৩৪৯৩১৫, ০৩৫৫২০৬, ০৩৬৭৫২৯, ০৩৬৯১১৭, ০৪১৭৭২৮, ০৪২৫৬৮৩, ০৫০১০৪৩, ০৫১৫৫৪২, ০৫৪৯৫২১, ০৫৬৫৯৩৬, ০৬০২২৬৫, ০৬২০২৫৯, ০৬২৪৭১৮, ০৬৭৪৩৪৪, ০৭১২৭৪০, ০৭৫৯০৫৯, ০৭৬৯৩৯২, ০৭৮২৭২৮, ০৭৯১৪২৮, ০৭৯৯৭৩২, ০৮২১৬৭৭, ০৮৬৫১২২, ০৯০৩৩৯২, ০৯০৪৩৫২, ০৯২২১৮০, ০৯৩৬৬১৭ ও ০৯৮৫৯৫২।
বাংলাদেশ ব্যাংকের দেওয়া তথ্যানুসারে, মোট ৩ হাজার ৮১৮টি প্রাইজবন্ডের মধ্যে ৪৬টি টিকিট পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে। সঞ্চয় অধিদপ্তরের নিয়ম অনুযায়ী, ড্র-পরবর্তী ৬০ দিনের মধ্যে পুরস্কার দাবি করা যাবে। নির্দিষ্ট সময়ের পর দাবি গ্রহণযোগ্য হবে না।
২০২৩ সালে সংশোধিত নীতিমালা অনুযায়ী, প্রাইজবন্ডের পুরস্কারের অর্থের ওপর ২০ শতাংশ হারে কর প্রযোজ্য।