খুলনা | সোমবার | ০৩ নভেম্বর ২০২৫ | ১৯ কার্তিক ১৪৩২

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে খুলনায় বিএনপি’র দুই দিনের কর্মসূচি

খবর বিজ্ঞপ্তি |
০২:১৪ এ.এম | ০৩ নভেম্বর ২০২৫


শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন, আজ তারই উত্তরসূরি তারেক রহমানও সুদূর প্রবাস থেকে জাতিকে ঐক্যবদ্ধ করার প্রচেষ্টা চালাচ্ছেন। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে সংগ্রামের ধারাবাহিকতা গড়ে উঠেছিল, সেটিই আজ অব্যাহত রেখেছেন তারেক রহমান। জাতিকে তিনি নতুন আশার আলো দেখাচ্ছেন। গতকাল রোববার দুপুরে দলীয় কার্যালয়ে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ সভায় নেতারা এসব কথা বলেন। 
তারা বলেন, ৭ নভেম্বর দিনটি রাজনীতিতে গুরুত্বপূর্ণ। ১৯৭৫ সালে সিপাহী-জনতার বিপ্লবের মধ্যদিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে গৃহবন্দি অবস্থা থেকে মুক্ত করা হয়। দেশের বিরুদ্ধে চক্রান্তকারীরা শহীদ প্রেসিডেন্টকে বন্দি করে রেখেছিল। সেই অবস্থা থেকে দেশপ্রেমিক সৈনিক ও জনগণ তাকে মুক্ত করে নিয়ে আসে। এরপরই ইতিহাসে শুরু হয় বাংলাদেশের সাফল্যের নতুন অধ্যায়।
মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনার সভাপতিত্বে সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন নগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, কে এম হুমায়ুন কবীর, হাফিজুর রহমান মনিসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।
সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আগামী ৭ নভেম্বর। দিনটি ঘিরে ২ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছেন। রোববার দলীয় কার্যালয়ে যৌথ সভা শেষে এ ঘোষণা দেন দলটির সভাপতি এড. শফিকুল আলম মনা। 
দুই দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে- মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৭ নভেম্বর সকাল ৮টায় মহানগর বিএনপি কার্যালয়সহ সকল দলীয় কার্যালয়গুলোতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, মহানগর বিএনপি’র দলীয় কার্যালয়সহ মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের অফিসগুলোতে আলোকসজ্জা। বিকেল ৩টায় শিববাড়ী জিয়া হল চত্বরে জমায়েত ও বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রা শিববাড়ী মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হাদিস পার্কে গিয়ে সমাপ্ত হবে। শোভাযাত্রায় প্রধান অতিথি থাকবেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। পরদিন ৮ নভেম্বর দুপুর ২টায় শহীদ হাদিস পার্কে “৭ নভেম্বরÑজাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য” নিয়ে জনসভা। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপি’র ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনার সভাপতিত্বে পরিচালনা করবেন সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন।
সদর থানা বিএনপি : রবিবার বিকালে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে সদর থানা বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সদর থানা বিএনপি’র সভাপতি হুমায়ুন কবীরের সভাপতিত্বে বক্তৃতা করেন সাধারণ সম্পাদক মোল্লা ফরিদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ নাসির উদ্দিন, আবু সাঈদ শেখ, এড. মশিউর রহমান নান্নু, গাজী আফসার উদ্দিন মাস্টার, জোয়ারদার হোসেন জলি, ইফতেখার আলী বাবু, মাসুদুল হক হারুন, ইফতেখার আলী বাবু, মনিরুজ্জামান মনির, মেহেদী হাসান দিপু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ জাহাঙ্গীর হোসেন, জহিরুল ইসলাম খান জুয়েল, মনজুরুল আলম, সওগত উল আলম সগীর, আমিন আহমেদ, বায়েজিদ হোসেন, নাজমুস সাকিব, মোল্লা নুরুল ইসলাম, রফিকুল ইসলাম, জমির হোসেন দিপু, মুরাদ হোসেন, মফিজুল ইসলাম, সেখ সারোয়ার, মাফিজুল ইসলাম, মেহেদী হাসান লিটন, সৈয়দ আজাদ হোসেন, আসাদুজ্জামান আসাদ, শেখ জিয়াউল ইসলাম জিয়া, হাবিবুর রহমান হাবিব, সুব্রত চ্যাটার্জী, মঈনুল ইসলাম কিরন, জিয়াউর রহমান আপন, আলমগীর আজাদ মিলন, জিএম মীন উদ্দিন, তৌহিদুল ইসলাম বাবু, নাজমুল হাসান, রাহাত হোসেন, ফয়েজ আহমেদ, এস আনামুল হক, আমিন আহমেদ, আবুল কালাম আজাদ লাভলু, শহিদুল ইসলাম,আকবার হোসেন, মো. মনির, আতিয়ার রহমান, সানাউল্লাহ সানি, আবুল হাসান, জাকির হোসেন, রাশিদা আক্তার ময়না ও শারমিন সুলতানা টুম্পা প্রমুখ।