খুলনা | মঙ্গলবার | ০৪ নভেম্বর ২০২৫ | ২০ কার্তিক ১৪৩২

খুলনার-১, বাগেরহাটে-৩, ঝিনাইদহ-৩ ও যশোরে একটিতে প্রার্থী নেই

বিভাগের দশ জেলায় ৩৪ আসনে ধানের শীষের চূড়ান্ত ২৬ প্রার্থী

নিজস্ব প্রতিবেদক |
০১:১৪ এ.এম | ০৪ নভেম্বর ২০২৫


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ধান শীষ প্রতীকের প্রার্থী ঘোষণ করেছে। প্রার্থী ঘোষণা করায় দলীয় প্রার্থীদের অনুসারিদের চলছে উৎসবের আমেজ। ইতোমধ্যে সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকের দলীয় প্রার্থী ও দলের তৃণমূল নেতা-কর্মীরা শুরু করেছেন প্রচার-প্রচারণা। ইতোমধ্যে খুলনা বিভাগের দশ জেলায় ৩৪টি সংসদীয় আসনের মধ্যে চূড়ান্ত সংসদ সদস্য প্রার্থী হিসেবে ২৬ জনের নাম ঘোষণা করা হয়েছে। তবে তিন জেলার ৮টি আসনে প্রার্থী ঘোষণা স্থগিত রাখা হয়েছে। এরা তারা হলেন- 
প্রাপ্ত তথ্য মতে, খুলনা-২ আসনে (খুলনা সিটি কর্পোরেশনের ওয়ার্ড নম্বর-১৬ থেকে ৩১) নজরুল ইসলাম মঞ্জু, খুলনা-৩ আসনে (খুলনা সিটি কর্পোরেশনের ওয়ার্ড নম্বর-১ থেকে ১৫ এবং দিঘলিয়া উপজেলার আড়ংঘাটা যোগীপোল ইউনিয়ন) রকিবুল ইসলাম বকুল, খুলনা-৪ আসনে (রূপসা, তেরখাদা, দিঘলিয়া) আজিজুল বারী হেলাল, খুলনা-৫ আসনে (ডুমুরিয়া-ফুলতলা এবং গিলাতলা ক্যান্টনমেন্ট এলাকা) মোহাম্মদ আলী আসগর, খুলনা-৬ আসনে (কয়রা-পাইকগাছা) মনিরুল হাসান বাপ্পী। তবে খুলনা-১ আসনে কোনো প্রার্থী ঘোষণা করা হয়নি। 
অন্যদিকে বাগেরহাটের তিন আসনে কোন প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। তা হচ্ছে বাগেরহাট-১ (সদর, মোল­াহাট ও চিতলমারী উপজেলা) বাগেরহাট-২ (ফকিরহাট, রামপাল ও মোংলা উপজেলা)  ও বাগেরহাট-৩ আসন (কচুয়া, মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলা)। 
সাতক্ষীরা-১ আসনে (কলারোয়া, তালা উপজেলা) মোঃ হাবিবুল ইসলাম হাবিব, সাতক্ষীরা-২ আসনে (সাতক্ষীরা সদর ও দেবহাটা উপজেলা) আব্দুর রউফ, সাতক্ষীরা-৩ আসনে (কালিগঞ্জ, আশাশুনি উপজেলা) কাজী আলাউদ্দিন, সাতক্ষীরা-৪ আসনে (শ্যামনগর উপজেলা) মোঃ মনিরুজ্জামান।
যশোর-১ আসনে (শার্শা উপজেলা) মফিকুল হাসান তৃপ্তি, যশোর-২ আসনে  (চৌগাছা, ঝিকরগাছা) মোসাঃ সাবিরা সুলতানা, যশোর-৩ আসনে (যশোর সদর উপজেলা) অনিন্দ্য ইসলাম অমিত, যশোর-৪ আসনে (বাঘারপাড়া, অভয়নগর ও যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়ন) টিএস আইয়ুব, যশোর-৬ আসনে (কেশবপুর উপজেলা) কাজী রওনকুল ইসলাম। তবে যশোর-৫ আসনে (মণিরামপুর উপজেলা) প্রার্থী ঘোষণা করা হয়নি।
নড়াইল-১ আসনে (কালিয়া উপজেলা, নড়াইল সদর উপজেলার কলোড়া, বিচলি, ভদ্রবিল, সিঙ্গাশোলপুর ও শেখ হাটি ইউনিয়ন) বিশ^াস জাহাঙ্গীর আলম। তবে  নড়াইল-২  আসনে  (লোহাগড়া ও সদর উপজেলা) প্রার্থী ঘোষণা করা হয়নি। 
মাগুরা-১ আসনে (শ্রীপুর ও সদর উপজেলা) মোঃ মনোয়ার হোসেন, মাগুরা-২ আসনে (মহম্মদপুর-শালিখা উপজেলা ও সদর উপজেলার শত্রæজিংপুর, গোপালগ্রাম, কুচিয়ামোড়া ও বেরইল পলিতা ইউনিয়ন) নিতাই রায় চৌধুরী, চুয়াডাঙ্গা-১ আসনে (আলমডাঙ্গা, সদর উপজেলা) মোঃ শরীফুজ্জামান, চুয়াডাঙ্গা-২ আসনে (দামুড়হুদা-জীবননগর উপজেলা ও চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ, বেগমপুর, নেহালপুর, গড়াইটুপি) মাহমুদ হাসান খান, ঝিনাইদহ-১ আসনে (শৈলকুপা উপজেলা), ঝিানাইদহ-২ আসনে (সদর উপজেলা) প্রার্থী ঘোষণা করা হয়নি, ঝিনাইদহ-৩ আসনে  (কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলা) মোহাম্মদ মেহেদী হাসান। তবে ঝিানাইদহ-৪ আসনে (কালিগঞ্জ উপজেলা, নলডাঙ্গা, ঘোড়াশাল, ফুরসুন্দি ও মহারাজপুর ইউনিয়ন) প্রার্থী ঘোষণা করা হয়নি। 
মেহেরপুর-১ আসনে (সদর ও গাংনী উপজেলা) মাসুদ অরুন), মেহেরপুর-২ আসনে (গাংনী উপজেলা) মোঃ আমজাদ হোসেন।