খুলনা | মঙ্গলবার | ০৪ নভেম্বর ২০২৫ | ২০ কার্তিক ১৪৩২

স্মারকলিপি প্রদান আমরা খুলনাবাসীর

আগামী সাত কর্মদিবসে গল্লামারী বাজারের ড্রেনের কাজ শুরু হবে বটিয়াঘাটার ইউএনও

খবর বিজ্ঞপ্তি |
০২:১০ এ.এম | ০৪ নভেম্বর ২০২৫


বাটিয়াঘাটা উপজেলার খুলনা শহরের প্রবেশদ্বার গল্লামারী মোহাম্মদ নগর মোড়ের উপরে দীর্ঘদিন ধরে স্থাপিত ময়লার ডাস্টবিনটি অন্যত্র স্থানান্তরিত ও বাজারের পচা দুর্গন্ধ যুক্ত ময়লা পানি নিষ্কাশনে ড্রেন নির্মাণের দাবিতে সোমবার বিকেল ৩টায় বাটিয়াঘাটা উপজেলার নির্বাহী কর্মকর্তা বরাবর বৃহত্তর আমরা খুলনাবাসীর পক্ষ হতে স্মারকলিপি প্রদান করা হয়। 
স্মারকলিপিতে বলা হয় গল্লামারী জনবহুল মোড়ের উপর একটি ময়লার ডাস্টবিন দীর্ঘদিন রাখায় আশ পাশ বসত বাড়িসহ, গল্লামারী বাজারের যত ময়লা আবর্জনা, ফেলে ডাস্টবিনসহ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ায়, বাজারের বাথরুমের পানি মেইন রোডের উপর দিয়ে প্রবাহিত হওয়ায় সড়কটি যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি ময়লা আবর্জনার পচা দুর্গন্ধে আশ পাশ, খুবির শিক্ষার্থীবৃন্দসহ শহরে আগমন বহির্গমন চলাচলকারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে,পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। 
সেপ্টেম্বর মধ্যে গল্লামারী ব্রিজ চালু হওয়ায় কথা থাকলেও এখনও শুরু না হওয়ায় তীব্র নিন্দা জানিয়ে নেতৃবৃন্দ বলেন, ব্রিজ না হওয়ায় একদিকে তীব্র যানজট অন্যদিকে দুর্গন্ধে প্রায়ই অনেকে অসুস্থ হয়ে পড়ছেন পথচারীরা। দ্রুত ডাস্টবিনটি মোড় হতে অন্যত্র স্থানান্তরসহ বাজারের পানি নিষ্কাশনের লক্ষে একটি ড্রেন নির্মাণ করে জনদুর্ভোগ নিরসনের আহŸান জানান নেতৃবৃন্দ।
এসময় নির্বাহী কর্মকর্তা এস এম মোস্তাফিজুর রহমান নেতৃবৃন্দের কথা মনোযোগ সহকারে শোনেন এবং তিনি তাৎক্ষণিক নেতৃবৃন্দকে সাথে নিয়ে গল্লামারীতে সরেজমিনে আসেন। 
তিনি উপস্থিত নেতৃবৃন্দকে আশ্বস্হ করে বলেন, আগামী ৭ কর্মদিবসের মধ্যে বাজারের পানি নিষ্কাশনের জন্য বাজার লাগোয়া ড্রেনের ব্যাবস্থা করা হবে, আর ময়লার ডাস্টবিনটা দ্রুত সময়ের মধ্যে কেসিসি, জেলা প্রশাসন খুবির সাথে সমন্বয় করে দ্রুতই স্থানান্তর ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে। 
এ সময় উপস্থিত ছিলেন বৃহত্তর আমরা খুলনাবাসীর সহ-সভাপতি মোঃ জামাল মোড়ল, মোঃ সিরাজ উদ্দিন সেন্টু, সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান খোকন, জেলা বিএনপি নেতা সুলতান মাহামুদ, বাটিয়াঘাটা উপজেলা বিএনপি’র সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন, মোঃ কামরুল ইসলাম ভুট্টো, মোঃ জাহাঙ্গীর চৌধুরী টিপু, তালুকদার মোঃ হেলালুজ্জামান, মোঃ জাহিদ আরেফিন, রুহুল মোমেন লিটন, মোঃ  আসলাম শিকদার, মোঃ আলমগীর হোসেন, মোঃ মফিজুল ইসলাম মোঃ আলমগীর হোসেন, খন্দকার তৈয়েবুল ইসলাম টিম, মোঃ মেজবাহ উদ্দিন পাপ্পু, মোঃ আবু বক্কার, মোঃ আজমল হোসেন প্রমুখ।