খুলনা | মঙ্গলবার | ০৪ নভেম্বর ২০২৫ | ২০ কার্তিক ১৪৩২

সাতক্ষীরা-৩ আসনে ডাঃ শহিদুলকে মনোনয়ন না দেওয়ায় বিক্ষোভ মিছিলে বিএনপি নেতা-কর্মীরা

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
০২:১৪ এ.এম | ০৪ নভেম্বর ২০২৫


সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে গরীবের ডাক্তার খ্যাত চিকিৎসক মোঃ শহিদুল আলমকে দলীয় মনোনয়ন না দেওয়ায় বিক্ষোভ মিছিল করেছে কালিগঞ্জ উপজেলা বিএনপি’র নেতা-কর্মীরা। সোমবার রাতে কালীগঞ্জ উপজেলার নলতা এলাকায় এই বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভকারীরা বিএনপির দলীয় মনোনয়নপ্রাপ্ত কাজী আলাউদ্দিনের মনোনয়ন বাতিল করে জনপ্রিয় নেতা গরিবের ডাঃ শহিদুল আলমকে মনোনয়ন দেয়ার দাবি জানান। 
পরে নলতায় অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ডাঃ শহিদুল আলম সাতক্ষীরা-৩ আসনের অন্তর্ভূক্ত আশাশুনি ও কালীগঞ্জ এলাকায় বিএনপি’র সবচেয়ে জনপ্রিয় নেতা। এখানকার হিন্দু মুসলিমসহ সব শ্রেণি পেশার মানুষ আগামী সংসদ নির্বাচনে শহিদুল আলমকে ভোট দেয়ার জন্য মুখিয়ে আছে। 
তারা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দলের মহাসচিবকে উদ্দেশ্য করে বলেন, আপনারা আশাশুনি ও কালীগঞ্জে খোঁজ নিয়ে দেখেন সাতক্ষীরা-৩ আসনে গণমানুষের নেতা হচ্ছেন ডাঃ শহিদুল আলম। জানিনা কোন ভুল তথ্যের ভিত্তিতে তাকে দলীয় মনোনয়ন বঞ্চিত করে কাজী আলাউদ্দিনকে মনোনয়ন দেয়া হয়েছে। 
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে উদ্দেশ্য করে বক্তারা বলেন, ২০১৮ সালের নির্বাচনে সাতক্ষীরা-৩ আসনে আপনি শহিদুল আলমকে মনোনয়ন দিয়েছিলেন। সেই দুঃসময় আপনার কথামতো তিনি নির্বাচন করেছিলেন। তার নির্বাচনের কাজ করতে গিয়ে আমরা গ্রেফতার হয়েছিলাম। আমরা সেই গ্রেফতারের কথা এখনো ভুলতে পারিনি। 
বক্তারা সাতক্ষীরা-৩ আসনের বিএনপি’র দলীয় মনোনয়ন পুনঃবিবেচনার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিবের কাছে আহŸান জানান। একই সাথে কাজী আলাউদ্দিনের মনোনয়ন বাতিল করে ডাঃ শহিদুল আলমকে বিএনপি দলীয় মনোনয়ন দেয়ার দাবি জানান। তাদের দাবি না মানা হলে মঙ্গলবার থেকে কঠোর আন্দোলন করা হবে বলে ঘোষণা দেন বিএনপি নেতা-কর্মীরা।  এ সময় কালীগঞ্জ উপজেলার ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।