খুলনা | বুধবার | ০৫ নভেম্বর ২০২৫ | ২০ কার্তিক ১৪৩২

খুলনার কৃতি সন্তান জাহিদুল হাসানের ইউনিভার্সিটি অফ মালয়েশিয়া থেকে পিএইচডি ডিগ্রি লাভ

নিজস্ব প্রতিবেদক |
০১:০৩ পি.এম | ০৪ নভেম্বর ২০২৫


খুলনার কৃতি সন্তান মোঃ জাহিদুল হাসান ইউনিভার্সিটি অফ মালয়েশিয়া সারাওয়াক থেকে কৃতিত্বের সাথে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তার গবেষনার বিষয় ছিলো Detection and Mitigation of Nitrofuran an Chloramphenicol Residues in Mud Crab ( Scylla olivacea) Aquaculture.

মোঃ জাহিদুল হাসান ৫ম ও অষ্টম শ্রেনিতে বৃত্তি লাভ করেন। তিনি খুলনার সেন্ট জোসেফস স্কুল থেকে স্টার মার্কসহ এসএসসি এবং সরকারী সুন্দরবন আদর্শ কলেজ থেকে ও স্টার মার্কসহ এইচএসসি পাশ করেন। এরপর তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ এ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিন থেকে ডিসটিংকশনসহ অনার্স পাশ করেন।

অনার্স পড়াকালীন সময়ে তিনি খুলনার একটি স্থানীয় পত্রিকায় সাংবাদিকতাও করেন। অনার্স শেষে উত্তরন নামক একটি এনজিওতে কিছু দিন কাজ করে আন্তর্জাতিক সংস্থা World Fish এ যোগদান করেন। World Fish এ কাজ করা কালীন সময়ে তিনি ২৫ তম বিসিএস এর মাধ্যমে মৎস্য অধিদপ্তরে যোগদান করেন। চাকুরিরত অবস্থায় তিনি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষ করেন। বর্তমানে তিনি মৎস্য অধিদপ্তরের কোয়ালিটি কন্ট্রোল ল্যাবরেটরিতে সিনিয়র সহকারী পরিচালক হিসাবে কর্মরত আছেন।