খুলনা | বুধবার | ০৫ নভেম্বর ২০২৫ | ২০ কার্তিক ১৪৩২

রূপসায় নির্বাচনী সমাবেশে হেলাল

বিএনপি আগামীতে নির্বাচিত হলে দেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে

নিজস্ব প্রতিবেদক |
০২:৩৮ পি.এম | ০৪ নভেম্বর ২০২৫


বিএনপি'র কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক ছাত্রনেতা আজিজুল বারী হেলাল বলেছেন, ফ্যাসিস্ট সরকারের আমলে ২০১১ সালে বিএনপির প্রত্যেকটি নেতা-কর্মীর উপর আঘাত এনেছিলো। হয়রানি ও মিথ্যা মামলা দিয়ে দলীয় নেতা-কর্মীদের ঘরছাড়া করা হয়েছিলো। যার কারণে ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদ শেখ হাসিনা এদেশের ছাত্র-জনতার তোপের মুখে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে।

আজ মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা ১১টায় পূর্ব রূপসা ব্যাংকের মোড়ে রূপসা উপজেলা বিএনপির সকল অঙ্গ ও সহযোগি সংগঠন আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, রাষ্ট্রনায়ক তারেক রহমান লন্ডনে থেকে ২০২৪ এর গণঅভ্যুত্থান সফল করতে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। তিনি বলেন, বাংলাদেশ যখন বিপদে পড়েছে বিএনপি তখন এগিয়ে এসেছে। এখন যদি দেশে যেনতেন সরকার গঠন হয় তাহলে দেশের মানুষ তাদের অধিকার হারাবে। বিএনপি একমাত্র অপরিহার্য সংগঠন। গত ১৭ বছরে আওয়ামী লীগের অত্যাচারে দেশবাসীকে বিষিয়ে তুলেছিলো। দেশের মানুষ স্বস্তিতে ছিলো না।

তিনি বলেন, বিএনপি বড় একটি রাজনৈতিক দল। তাই বিএনপির নেতা-কর্মীদের হুমকি-ধামকি ও ভয়-ভীতি দিয়ে দমিয়ে রাখা যাবে না। আরেকটি দল আওয়ামী লীগ তাদের ভাগ্যে কি আছে আল্লাহ তায়ালা জানেন। বিএনপি আগামীতে নির্বাচিত হলে দেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। এজন্য সুষ্ঠভাবে দেশ পরিচালনায় তারেক রহমানের কোনো বিকল্প নেই।

উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্লা সাইফুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব জাভেদ হোসেন মল্লিকের পরিচালনায় সমাবেশে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও বিসিবির খুলনা বিভাগীয় পরিচালক খাঁন জুলফিকার আলী জুলু, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোল্লা খায়রুল ইসলাম, জিএম কামরুজ্জামান টুকু, নির্বাহী সদস্য মোল্লা রিয়াজুল ইসলাম, জেলা কৃষক দলের সভাপতি মোঃ সাঈদ শেখ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক বিকাশ মিত্র, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ কামরান হাসান, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ইউপি চেয়ারম্যান মোঃ ইলিয়াস রহমান, ইউপি চেয়ারম্যান মোঃ আসাফুর রহমান, রবিউল ইসলাম রবি, শেখ রয়েল আজম, মোর্শেদুর রহমান লিটন, মোঃ ইসমাইল হোসেন, উপজেলা বিএনপির সদস্য মোঃ মহিউদ্দিন শেখ, জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ইয়ারুল ইসলাম রিপন, মোমিনুর রহমান সাগর, জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ কবির শেখ, প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী, নৈহাটী ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য বিএনপি নেতা এসএম মহিউদ্দিন মিন্টু, খান আনোয়ার হোসেন, দিদারুল ইসলাম দিদার, জাহিদুল ইসলাম রবি, এসএমএ মালেক, মোঃ বাবু মোল্লা, মুন্না সরদার, আমিরুল ইসলাম তারেক, আব্দুল হালিম মোড়ল, নিজাম উদ্দিন টিটো, আবু মুছা শেখ, আজিজুর রহমান, খান হালিম হাসান, আফসার তালুকদার, খন্দকার শরিফুল ইসলাম, মাসুদ খান, জহিরুল হক শারাদ, অন্তর হোসেন মাসুম, মোঃ মাহফুজ শেখ, মনিরুজ্জামান মনি, জেলা যুবদলের সদস্য মুক্তাদির বিল্লাহ, তরিকুল ইসলাম রিপন, জেলা মহিলা দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মনিরা ইয়াসমিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক শওকত আলী খান, জেলা তাঁতী দলের যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রিমন, উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইউনুচ গাজী, উপজেলা কৃষক দলের সভাপতি শাহ আলম ভূঁইয়া, উপজেলা যুবদল নেতা এসএম মিজানুর রহমান, সাজ্জাদ হোসেন লিপন, মিকাইল হোসেন, রূপসা কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জান্নাতুল নাঈম, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ পিয়াস মুন্সি, এসএম আবু সাইদ, বাবুল শেখ, নাঈম আহমেদ, বিএনপি নেতা ওসমান গনি, মোঃ লাভলু শেখ, আতাহার গাজী, সোলায়মান আনসারি, মোঃ বাবুল, ফয়সাল সেখ, শ্রমিক দল নেতা আলী আকবর রাজু, যুবদল নেতা আসাদুজ্জামান অপু প্রমুখ।

সমাবেশে বিএনপি নেতা আজিজুল বারী হেলাল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ আসনে (কয়রা-পাইকগাছা) বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এসএম মনিরুল হাসান বাপ্পীর নির্বাচনী প্রচার-প্রচারণায় অংশগ্রহণ করার জন্য দলের  নেতা-কর্মীদের উদত্ত আহবান জানান। সমাবেশ শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন মুফতি আনিসুর রহমান।