খুলনা | বুধবার | ০৫ নভেম্বর ২০২৫ | ২০ কার্তিক ১৪৩২

নামের পাশে কোচ লেখা মানেই গর্ব না: রুবেল

ক্রীড়া প্রতিবেদক |
০২:৫৫ পি.এম | ০৪ নভেম্বর ২০২৫


কিছুদিনের গুঞ্জনের পর অবশেষে সত্যি হলো পরিবর্তন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জাতীয় দলের নতুন বিশেষজ্ঞ ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে। সোমবার (৩ নভেম্বর) বিসিবির বোর্ড সভায় এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়। এই সিদ্ধান্তের পর সামাজিক মাধ্যমে রহস্যময় পোস্ট দিয়েছেন রুবেল হোসেন।

নিজের অফিশিয়াল ফেসবুক পেজে রুবেল গত রাতে লিখেছেন, ‘দায়মুক্ত হলো ক্রিকেট বোর্ড। বাংলাদেশ ও ব্যাটিং কোচ।’

এরপর আজ দুপুরে এক পোষ্টে তিনি লেখেন, ‘যে মাঠ একসময় বিশ্বাস হারিয়েছে, সেই মাঠেই আবার শিক্ষা দিতে আসা, জীবনটা আসলেই সিনেমা। সময় সত্যিই অদ্ভুত! যাদের একসময় উদাহরণ হিসেবে বাদ দেওয়া হয়েছিল, আজ তারা উদাহরণ দিতে এসেছে। শুনুন, নামের পাশে কোচ লেখা মানে দায়িত্ব,গর্ব না।’

আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া আয়ারল্যান্ড সিরিজ দিয়েই ব্যাটিং কোচ হিসেবে কাজ শুরু করবেন আশরাফুল। ওই সিরিজে দলের টিম ডিরেক্টর হিসেবে দায়িত্বে থাকবেন আবদুর রাজ্জাক।

আশরাফুলকে দায়িত্ব দেওয়ার কারণ ব্যাখ্যা করে রাজ্জাক বলেন, ‘আশরাফুলের খেলার অভিজ্ঞতা অনেক। সে ব্যাটিং কোর্স করেছে, লেভেল থ্রি সম্পন্ন করেছে। ঘরোয়া ক্রিকেটে কোচিং করাচ্ছে। তার অভিজ্ঞতা দলকে কাজে লাগাতে পারবে বলেই তাকে নেওয়া হয়েছে।’

তবে আশরাফুল যোগ দেওয়ায় সিনিয়র সহকারী কোচ সালাহউদ্দিনের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। এ বিষয়ে রাজ্জাক স্পষ্ট করে বলেন, ‘কারও ব্যর্থতার কারণে নয়। কাউকে সরানো হয়নি। কোচিং স্টাফে নতুন একজন যোগ হয়েছেন শুধু। ভবিষ্যৎ নির্ভর করবে পারফরম্যান্সের ওপর।’