খুলনা | বুধবার | ০৫ নভেম্বর ২০২৫ | ২১ কার্তিক ১৪৩২

মোল্লাহাটে দেবরের হামলায় ভাবী আহত, হাসপাতালে ভর্তি

মোল্লাহাট প্রতিনিধি |
১১:৪১ পি.এম | ০৪ নভেম্বর ২০২৫


মোল্লাহাটে পারিবারিক কলহের জেরে দেবরের হাতে ভাবী মারধরের শিকার হয়ে গুরুতর আহত হয়েছে। রোববার রাত ৯টার দিকে উপজেলার দক্ষিণ আমবাড়ি গ্রামে এ ঘটনাটি ঘটে। আহত গৃহবধূ মুরশিদা বেগম (২৪) বর্তমানে মোল­াহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
মুরশিদা বেগম জানান দুপুরে তার শিশু পুত্র বাড়ির পুকুরে গোসল করতে নামলে পানি ঘোলা হওয়া নিয়ে শাশুড়ির সঙ্গে কথা কাটাকাটি হয়। এ সময় শাশুড়ি তার দেবরকে বলে শিশুটিকে পানিতে চুবিয়ে মারতে। এ ঘটনায় প্রতিবাদ জানালে রাতে আবার বাকবিতন্ডা শুরু হয়। একপর্যায়ে দেবর লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে তাকে গুরুতর জখম করে এবং তার স্বামীকে হত্যার হুমকি দেয়।
গৃহবধূর স্বামী হুসাইন সরদার অভিযোগ করে বলেন, আমার ছোট ভাই দীর্ঘদিন ধরে আমার পরিবারের ওপর জুলুম-অত্যাচার করে আসছে। এবার সে আমার স্ত্রীকে মারধর করেছে। আমরা এ ঘটনার বিচার চাই। এ ঘটনায় বক্তব্য আনার জন্য তাদের বাড়িতে গেলে জব্বার সরদার তার ভাই হোসাইন সরদারকে সাংবাদিকদের সামনেই মারার হুমকি দেয় এবং মারধর করতে যায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পরিবার সূত্রে জানা গেছে।