খুলনা | বুধবার | ০৫ নভেম্বর ২০২৫ | ২০ কার্তিক ১৪৩২

কালিগঞ্জে বিএনপি মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দীনের পক্ষে সমাবেশ

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি |
১১:৪৫ পি.এম | ০৪ নভেম্বর ২০২৫


সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দীনের পক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে কালিগঞ্জ সরকারি কলেজ মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।
জেলা বিএনপি’র সদস্য ও উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক শেখ এবাদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জিয়াউর রহমান ফাউন্ডেশন খুলনা বিভাগীয় কো-অর্ডিনেটর ও সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক সদস্য ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন মুকুল। এ সমাবেশ থেকে সাতক্ষীরা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দীনকে সংবর্ধনা প্রদান করা হয়। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আশাশুনি উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক স.ম. হেদায়েতুল ইসলাম, সাবেক আহবায়ক ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস, কালিগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম-আহবায়ক আকতারুজ্জামান বাপ্পী, সাবেক সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু, কাঁদাকাটি ইউনিয়ন বিএনপি’র সভাপতি তুহিন উল­াহ তুহিন, জেলা আইনজীবী ফোরামের সদস্য সচিব এড. নুরুল আমিন, প্রভাষক সাইফুল ইসলাম। বক্তারা বলেন বর্তমান সরকারের দুঃশাসন, দুর্নীতি ও দমন-নিপীড়নের বিরুদ্ধে গণআন্দোলনকে বেগবান করতে বিএনপি’র প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হতে হবে। তারা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার আন্দোলনে সবাইকে রাজপথে থাকার আহŸান জানান।