খুলনা | বুধবার | ০৫ নভেম্বর ২০২৫ | ২১ কার্তিক ১৪৩২

কুষ্টিয়ায় মনোনয়ন না পেয়ে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ

কুষ্টিয়া প্রতিনিধি |
১২:২৮ এ.এম | ০৫ নভেম্বর ২০২৫


কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পাওয়ায় তার সমর্থকরা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছেন।
মঙ্গলবার রাত ৮টার দিকে মজমপুর থেকে শহরে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মজমপুর রেলগেটে গিয়ে শেষ হয়। সেখানে রেলগেট বন্ধ করে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন নেতা-কর্মীরা।
বিক্ষুব্ধ নেতা-কর্মীরা বলেন, অধ্যক্ষ সোহরাব উদ্দিন একজন ত্যাগী ও যোগ্য নেতা। তাকে প্রার্থী ঘোষণা না করা অন্যায়। এ সময় তারা প্রকৌশলী জাকির হোসেন সরকারের প্রার্থিতা বাতিল করে সোহরাব উদ্দিনকে প্রার্থী ঘোষণার দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।
অন্যদিকে কুষ্টিয়া-৪ (কুমারখালী ও খোকসা) আসনে কুমারখালী উপজেলা বিএনপি’র সভাপতি আনসার প্রামানিককে মনোনয়ন না দেওয়ায় তার সমর্থকরা কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে কুমারখালী হল বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মহাসড়কে এসে টায়ার জ্বালিয়ে এক ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে। এ সময় তারা ভুয়া প্রার্থী মানি না বলে শ্লোগান দিতে থাকেন।
নেতা-কর্মীরা দাবি করেন, দলের দুঃসময় আনসার প্রামানিক সবসময় নেতা-কর্মীদের পাশে ছিলেন। এখন তাকে বাদ দিয়ে অন্য কাউকে মনোনয়ন দেওয়া তারা কোনো ভাবেই মেনে নেবেন না। তারা দলের হাইকমান্ডের কাছে পুনর্বিবেচনার আহŸান জানান।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কুষ্টিয়া-৩ (সদর) আসনে ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারকে দলীয় প্রার্থী ঘোষণা করার পর গত সোমবার রাতেও বিক্ষুব্ধ নেতা-কর্মীরা রাত সাড়ে ৯টার দিকে বিক্ষোভ মিছিল করে মজমপুর রেলগেট বন্ধ করে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানায়।