খুলনা | বুধবার | ০৫ নভেম্বর ২০২৫ | ২১ কার্তিক ১৪৩২

যশোরে মাদক মামলায় দু’জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, যশোর |
১২:৩১ এ.এম | ০৫ নভেম্বর ২০২৫


যশোরে মাদক মামলায় দুইজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ জুয়েল অধিকারী এ রায়  ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন আদালতের অতিরিক্ত পিপি আজিজুর রহমান।
সাজাপ্রাপ্ত আসামিরা হলো যশোর সদর উপজেলার মানিকদিহি গ্রামের শুকুর আলী গাজীর ছেলে জাহিদুল ইসলাম রিপন ও বানিয়ালি গ্রামের মৃত শহিদুল বিশ্বাসের ছেলে আসাদুল ইসলাম।
আদালতে মামলা সূত্রে জানা যায়, ২০১২ সালের ২৬ জানুয়ারি রাত আটটার দিকে ডিবি পুলিশ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে বিশেষ অভিযান চালায়। এ সময় মোটরসাইকেলে ওই দুইজন যশোরের দিকে আসছিলো। পুলিশ তাদের সন্দেহ করে থামতে বললে তারা পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে ডিবি পুলিশ তাদের আটক করে ও তাদের কাছ থেকে ৬৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। ঘটনার পর কোতোয়ালি থানায় মামলা হয়। মামলাটি তদন্ত করে ডিবি পুলিশের তৎকালীন অফিসার ইনচার্জ হুমায়ুন কবির ওই দুইজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। এ মামলার রায় ঘোষণার দিনে বিচারক দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দেন। আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত।