খুলনা | বুধবার | ০৫ নভেম্বর ২০২৫ | ২১ কার্তিক ১৪৩২

গাজার ১ লাখ ২৩ হাজারের বেশি ভবন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে : জাতিসংঘ

খবর প্রতিবেদন |
০১:৩৯ এ.এম | ০৫ নভেম্বর ২০২৫


দুই বছরের যুদ্ধে দখলদার ইসরায়েলি বাহিনীর আক্রমণে গাজা উপত্যকায় প্রায় ৮১ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১ লাখ ২৩ হাজারেরও বেশি ভবন সম্পূর্ণরূপে ধ্বংস এবং ৫০ হাজারের বেশি ভবন আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার নতুন স্যাটেলাইট চিত্র মূল্যায়নের পর এই তথ্য জানিয়েছে জাতিসংঘ।বৈশ্বিক সংস্থাটির মুখপাত্র ফারহান হক এক সংবাদ সম্মেলনে জানান, ‘দুই বছরের যুদ্ধে গাজা উপত্যকা জুড়ে ১ লাখ ২৩ হাজারেরও বেশি অককাঠামো সম্পূর্ণরূপে ধ্বংসপ্রাপ্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়াও আরও ৫০ হাজার ভবন গুরুতর বা মাঝারিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ২৪ হাজার ভবন সাধারণ ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি আরও বলেন, চলতি বছরের জুলাইয়ের পর থেকে উত্তর গাজায় ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে, তিন মাসে প্রায় ৫ হাজার ৭০০টি ভবন মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। 
এরআগে গত মাসে ফিলিস্তিনি কেন্দ্রীয় পরিসংখ্যান অফিস এক প্রতিবেদনে জানায়, ইসরায়েলি হামলায় গাজা উপত্যকার ৩ লাখ ৩০ হাজার ৫০০টি ব্যক্তিগত আবাসিক ইউনিট বা ফ্ল্যাট ক্ষতিগ্রস্ত হয়েছে। 
অন্যদিকে সেপ্টেম্বর মাসে গাজার সরকারি মিডিয়া অফিস এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি বোমাবর্ষণের ফলে উপত্যকার প্রায় সমস্ত অবকাঠামো ধ্বংস হয়ে গেছে, যার আনুমানিক ক্ষতি পরিমাণ ৬৮ বিলিয়ন বা ৬ হাজার ৮০০ কোটি ডলারেরও বেশি। 
বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি বর্বরোচিত হামলায় গাজার হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার আবাসিক ভবন ধ্বংস হয়ে গেছে, যা গত ৭৬ বছরে ফিলিস্তিনিদের জন্য সবচেয়ে মারাত্মক পরিস্থিতি হিসেবে চিহ্নিত করেছে।
বিবৃতিতে গাজার প্রধান ৩৮টি হাসপাতাল, ৮৩৩টি মসজিদ এবং ১৬৩টি শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংসের পাশাপাশি হাজার হাজার অন্যান্য সরকারি স্থাপনার ব্যাপক ক্ষতির কথাও উলে­খ করেছে মিডিয়া।
প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকমী সশস্ত্র গোষ্ঠী হামাস। পরের দিন থেকেই অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর অভিযান শুরু করে দখলদার ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনার ভিত্তিতে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র ফিলিস্তিনি গোষ্ঠী হামাস এবং ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি ১০ অক্টোবর থেকে কার্যকর হয়েছে। এর মাধ্যমে দুই বছরের যুদ্ধের অবসান ঘটে। 
সূত্র: আনাদোলু।