খুলনা | বুধবার | ০৫ নভেম্বর ২০২৫ | ২১ কার্তিক ১৪৩২

‘রেকর্ডীয় জায়গায় রাস্তা, তাই ঝাঁপ তুলেছি’

চিতলমারী প্রতিনিধি |
০২:২১ পি.এম | ০৫ নভেম্বর ২০২৫


‘আমার রেকর্ডীয় জায়গায় রাস্তা, তাই রাস্তার উপর দোকানের ঝাঁপ তুলেছি। আমার প্রয়োজনে জনগণের জন্য রাস্তার জায়গা দিয়েছি। সেই জায়গা সরকার পাঁকা করেছে।’ বুধবার (০৫ নভেম্বর) সকালে এমনটাই জানালেন বাগেরহাটের চিতলমারী উপজেলা সদর বাজারের বীজ ব্যবসায়ী মোঃ মুজিবর রহমান তালুকদার (৬০)।

বাজারে আসা পথচারী আসলাম ফকির, চাঁন্দু মিয়া ও রফিক মোল্লা বলেন, ‘মানুষ এহন সব কিছু এড়ায় যায়। রাস্তার উপর অবৈধ ভাবে উঠানো ওই দোকানের ঝাঁপে নাকে, মুখে, চোখে, কপালে ও মাথায় যতই ঘাই-গুতা খাক তাতে কেউ কিছু বলবে না। নালিশ ও প্রতিবাদ কোনটাই করবে না। তা না হলে চিতলমারী সদর বাজারে সবুজ সংঘ ক্লাবের পাশের রাস্তায় মানুষের চলাচলে এভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে?’

চিতলমারী বাজারের স্থায়ী বাসিন্দা ও ব্যবসায়ীরা নাম না প্রকাশ করার শর্তে জানান, ওটি একটি সরকারি রাস্তা। ওটা পাথর দিয়ে সরকারি ভাবে ঢালাই করা হয়েছে। সেই রাস্তার উপর অবৈধ ভাবে ৬ থেকে ৭ টি দোকানের ঝাঁপ তুলে দিয়েছে। বাজারের ব্যবসায়ী নেতারা নির্বাচন নিয়ে ব্যস্থ থাকলেও তাদের এদিকে কোন নজর নেই।

এ ব্যাপারে চিতলমারী সহকারি কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র বলেন, ‘বিষয়টি আমাদের জানা ছিল না। নায়েবের মাধ্যমে এখনই খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি।’