খুলনা | বুধবার | ০৫ নভেম্বর ২০২৫ | ২১ কার্তিক ১৪৩২

যশোরে ৫৬ লাখ টাকার ৩টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

বেনাপোল প্রতিনিধি |
০৪:৫৫ পি.এম | ০৫ নভেম্বর ২০২৫


যশোর-নড়াইল সড়কের রয়কোটা বাজার এলাকা থেকে ৩২০ গ্রাম ওজনের ৩টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি।

আজ বুধবার (০৫ নভেম্বর) সকালে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি টহল দল অভিযান চালিয়ে ওসমান গনিকে (৩০) আটক করে। ওসমান গনি যশোর সদরের বারান্দিপাড়া গ্রামের সৈয়দ আলী মন্ডলের ছেলে।

বিজিবি জানায়, আটক ওসমান গনির প্যান্টের পকেটের ভেতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় স্বর্ণের বারগুলো পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওসমান গনি জানায়, তিনি ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণগুলো সংগ্রহ করে বেনাপোল হয়ে ভারতে পাচার করার পরিকল্পনা ছিলো।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা ও আসামিকে থানায় সোপর্দ করা হয়েছে। এবং স্বর্নের চালানটি যশোর ট্রেজারী শাখায় জমা করা হয়েছে বলে তিনি জানান।