খুলনা | শুক্রবার | ০৭ নভেম্বর ২০২৫ | ২৩ কার্তিক ১৪৩২

জেলা বিএনপি’র যৌথসভায় কেন্দ্রীয় নেতা হেলাল : নির্বাচন পরিচালনায় ৬১ সদস্যের কমিটি গঠন

তারেক রহমানের নেতৃত্বে আগামীতে জনগণের সরকার রাষ্ট্রপরিচালনায় দায়িত্ব পেলে বঞ্চিত খুলনার সার্বিক উন্নয়ন হবে

খবর বিজ্ঞপ্তি |
০২:০০ এ.এম | ০৬ নভেম্বর ২০২৫


বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য বহু ষড়যন্ত্র হয়েছে কিন্তু রাজনৈতিক ভাগ্যাকাশে বিএনপি ফিনিক্স পাখির মত ভেসে উঠেছে। দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে বিএনপি এখন পরিনত একটি রাজনৈতিক দল। বিএনপিই স্বাধীনতা ও সার্বভৌমত্বের একমাত্র রক্ষাকবজ এবং দেশপ্রেমিক সংগঠন। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, আমাদের অদৃশ্য শক্তির সঙ্গে লড়তে হবে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে। আমরা সবাই আঘাতপ্রাপ্ত, নির্যাতিত-নিপীড়িত। এখন আমাদের ভোটযুদ্ধে নামতে হবে। খুলনা জেলার চারটি আসনের সবগুলো আসনে বিজয় নিশ্চিত করতে হবে। তাহলে তারেক রহমানের নেতৃত্বে আগামীতে জনগণের সরকার রাষ্ট্রপরিচালনায় দায়িত্ব পেলে বঞ্চিত খুলনার সার্বিক উন্নয়ন হবে।
গতকাল বুধবার বেলা ১১টায় খুলনা জেলা বিএনপি’র উদ্যোগেজেলার অন্তর্গত চারটি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের পক্ষে নির্বাচনী কর্মপন্থা প্রনয়নের লক্ষে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 
জেলা বিএনপি’র আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টুর সভাপতিত্বে সদস্য সচিব (ভারপ্রাপ্ত) ও খুলনা-৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পী সঞ্চালনা করেন। যৌথ কর্মী সভায় নির্বাচন পরিচালনার জন্য জেলা বিএনপি’র আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টুকে আহবায়ক করে ৬১ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠনসহ বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়। আগামী  ৭ ও ৮ নভেম্বর জাতীয় সংহতি দিবসের কর্মসূচী সফলের জন্য সকলের প্রতি উদাত্ত আহবান জানানো হয়।
প্রধান অতিথির বক্তৃতায় খুলনা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আজিজুল বারী হেলাল আরও বলেন, বানরের পিঠা ভাগের মত শুরু করেছে। কেউ কেউ, জুলাই সনদকে পাশ কাটিয়ে ক্ষমতা দখল করতে চায়। ইউনুস সরকারকে যথাসময়ে জাতীয় নির্বাচনের জন্য আহব্বান জানান তিনি। 
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপি’র কেন্দ্রীয় নেতা হেলাল বলেন, জনগন একটি নির্বাচিত সরকার চায়, জনগণের চাওয়াকে প্রাধান্য দিয়ে ইস্পাত কঠিন ঐকের মাধ্যমে নির্বাচনী যুদ্ধে আমাদেরকে বিজয় ছিনিয়ে আনতে হবে। ঐক্যবদ্ধভাবে সকলে মিলেমিশে জনগনের দ্বারে দ্বারে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সালাম পৌঁছে দিলে নিশ্চিয়ই খুলনার সবগুলো আসনে ধানেরশীষ প্রতীকের বিজয় সম্ভব ইনশাআল্লাহ।
কর্মীসভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জিয়া ফাউন্ডেশনের পরিচালক (প্রোগ্রাম) আমিরুল ইসলাম কাগজী, জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, তৈয়েবুর রহমান, এস এম শামীম কবীর, গাজী তফসির আহমেদ, জি এম কামরুজ্জামান টুকু, এনামূল হক সজল ও অসীত কুমার সাহা, জেলা বিএনপি’র সদস্য শেখ আব্দুর রশীদ, আশরাফুল আলম নান্নু, এস কে আনিসুর রহমান, নাজমুস সাকির পিন্টু, সুলতান মাহামুদ, ওয়াহিদুজ্যমান রানা, জিএম রফিকুল হাসান, জাফরী নেওয়াজ চন্দন, ওয়াহিদ হালিম ইমরান, আঃ সালাম মল্লিক, মোল্লা মাহাবুবুর রহমান, হাফিজুর রহমান, মনিরুজ্জামান লেলিন, এড. চৌধুরী আব্দুস সবুর, রিয়াজ মোল্লা, ইকবাল শরীফ, শাহাদাৎ হোসেন ডাবলু, আসাফুর রহমান, শাকিল আহম্মেদ দিলু, আতিক নেওয়াজ চঞ্চল, এম এ হাসান, মনিরুজ্জামান বেল্টু ও আসাফুর রহমান পাইলট, উপজেলা ও পৌর বিএনপি’র নেতৃবৃন্দের মধ্যে চৌধুরী কওছার আলী, ডাঃ আব্দুল মজিদ, মোল্লা সাইফুর রহমান, শেখ আবুল বাশার, খন্দকার ফারুক হোসেন, আসলাম পারভেজ, আঃ রকিব মল্লিক, আব্দুল মালেক, জাভেদ মল্লিক, চৌধুরী ফখরুল ইসলাম বুলু, মনির হাসান টিটো, রবিউল হোসেন, এমদাদ হোসেন, আঃ মান্নান খান, হাবিবুর রহমান, আলামীন সানা, জেলা যুবদলের আহবায়ক এবাদুল হক রুবায়েদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রনু, এড. তছলিমা খাতুন ছন্দা, মোল্যা কবীর হোসেন, মাওলানা ফারুক হোসেন, হেমায়েত হোসেন, শেখ নাদিমুজ্জামান জনি, ইসমাঈল খান, আঃ মান্নান মিস্ত্রি, সেখ আবু সাঈদ, এড. সেতারা সুলতানা, মাহামুদ আলম লোটাস, আব্দুল্লাহেল কাফি সখা, গোলাম মোস্তফা তুহিন, জাবির আলী ও মাসুম বিল্লাহ প্রমুখ।