খুলনা | বৃহস্পতিবার | ০৬ নভেম্বর ২০২৫ | ২২ কার্তিক ১৪৩২

কালীগঞ্জে ১৮শ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারী আটক

ঝিনাইদহ (কালীগঞ্জ) প্রতিনিধি |
০৪:২৪ পি.এম | ০৬ নভেম্বর ২০২৫


ঝিনাইদহের কালীগঞ্জে এই প্রথম নতুন মাদক ১৮শ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ সিরাজুল ইসলাম (৩৮) নামে এক মাদক কারবারীকে আটক করেছে হাইওয়ে পুলিশ। ট্যাবলেটটি ইয়াবা বা হেরোইনের মতই ভয়ংকর। এটি নেশা হিসাবেই সেবন করেন মাদকসেবীরা।

বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বারবাজারের ফুলবাড়ী এলাকা থেকে ওই ট্যাবলেটসহ তাকে আটক করা হয়। সিরাজুল কুষ্টিয়ার ইবি থানার উজান গ্রামের জালাল উদ্দিনের পুত্র। বৃহস্পতিবার বিকেলে মাদকসহ তাকে কালীগঞ্জ থানাতে সোপর্দ্দ করা হয়।

বারবাজার হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ আলমগীর কবির জানায়, মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১২ টার দিকে তারা বারবাজার ফুলবাড়ী এলাকায় অভিযান চালায়। এ সময় রেলগেট সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কের উপর থেকে সিরাজুলকে আটকের পর ১৮শ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেন।  

হাইওয়ে ওসি আরো জানায়, উদ্ধারকৃত ট্যাপেন্টাডল ট্যাবলেটটি এক নতুন মাদক হিসাবে সেবন করছেন মাদকসেবীরা। এটি পার্শ্ববতী দেশ ভারতের একটি ঔষধ কোম্পানী তৈরি করে থাকে। ভারতে এটি ব্যাথানাশক ঔষধ হিসাবে ব্যবহার হয়। কিন্তু এক শ্রেনীর অসাধু মাদককারবারী ও ঔষধ কারবারীরা অবৈধভাবে এদেশে এনে মাদকসেবীদের জন্য বিক্রি করছেন। তিনি বলেন, মাদকসেবীরা এটি অতিরিক্ত সেবনের পর নেশায় ডুবে যায়। যা শরীরের জন্য অত্যান্ত ক্ষতিকর। বৃহস্পতিবার মাদকসহ ব্যবসায়ী সিরাজুলকে কালীগঞ্জ থানাতে সোপার্দ করা হয়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, নতুন মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারীকে আটক করেছে বারবাজার হাইওয়ে পুলিশ। তারা মাদক আইনে মামলা দিয়ে তাকে কালীগঞ্জ থানাতে সোপর্দ করেছেন বলে জানান তিনি।