খুলনা | শুক্রবার | ০৭ নভেম্বর ২০২৫ | ২২ কার্তিক ১৪৩২

দেবহাটার বহেরায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা

দেবহাটা প্রতিনিধি |
১১:৪৭ পি.এম | ০৬ নভেম্বর ২০২৫


দেবহাটার বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বাল্যবিবাহ সচেতনতায় সভা বৃহস্পতিবার উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত হয়। বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আলিমুল রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, ম্যানেজিং কমিটির সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম, স্থানীয় মহিলা মেম্বার ফতেমা খাতুন ও অন্যান্য শিক্ষকবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান। 
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন কিশোর-কিশোরীদের উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে এবং তাদের আত্মনির্ভরশীল হতে উৎসাহিত করতে হবে। এটি বাল্যবিবাহের কুফল সম্পর্কে তাদের সচেতন করবে। বাল্যবিবাহ একটি শাস্তিযোগ্য অপরাধ, এই বিষয়ে সকলকে সচেতন করতে হবে। গ্রামে-গঞ্জে সবখানে বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং এর কুফল সম্পর্কে আলোচনা করতে হবে। তাছাড়া বাল্যবিবাহ একটি শাস্তিযোগ্য অপরাধ (১৮ বছরের নিচে মেয়েদের এবং ২১ বছরের নিচে ছেলেদের বিয়ে অবৈধ)। তাই আইন ও শাস্তির বিধান সম্পর্কে জানলে অভিভাবকরা সতর্ক হবেন। কিশোর-কিশোরীদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে, যাতে তারা বাল্যবিবাহের বিরুদ্ধে আওয়াজ তুলতে পারে এবং নিজেদের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখতে পারে। যেকোনো সমস্যার সমাধান বা বাল্যবিবাহ প্রতিরোধের জন্য জাতীয় হেল্পলাইন নম্বর (যেমন বাংলাদেশে ৩৩৩) সম্পর্কে মানুষকে জানাতে হবে, যাতে প্রয়োজনের সময় তারা সাহায্য চাইতে পারে। এছাড়া নিজ উপজেলা নির্বাহী অফিসার, থানার ওসি বা মহিলা বিষয়ক অফিসারকে জানানো যাবে।