খুলনা | শুক্রবার | ০৭ নভেম্বর ২০২৫ | ২৩ কার্তিক ১৪৩২

জেলা ক্রীড়া অফিস খুলনার আয়োজনে

মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

ক্রীড়া প্রতিবেদক |
১২:১৫ এ.এম | ০৭ নভেম্বর ২০২৫


তারুণ্যের উৎসব-২৫ উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় জেলা ক্রীড়া অফিস খুলনার ব্যবস্থাপনায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণ গতকাল বৃহস্পতিবার খুলনা মহিলা ক্রীড়া কমপ্লেক্স সুইমিং পুল হলরুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ ছায়েদুল রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক জি এম আব্দুল­াহ,  ফুটবল প্রশিক্ষক মোহাম্মদ আশরাফ হোসেন, সুইমিং একাডেমির পরিচালক জিএম রেজাউল ইসলাম, সাঁতার প্রশিক্ষক মোঃ সৌরভ, নাঈম সরদার, মাইমুনা আক্তার ও শারমিন আক্তার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার মোঃ আলিমুজ্জামান। পরে প্রধান অতিথি মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন। প্রশিক্ষণে খুলনা মহানগরীর ৫০ জন সাঁতারু, যারা সাঁতার জানে না এমন প্রতিযোগী অংশগ্রহণ করে।