খুলনা | শুক্রবার | ০৭ নভেম্বর ২০২৫ | ২৩ কার্তিক ১৪৩২

২০০ এমপি নির্বাচিত হলেও সরকারি সুবিধা নেবে না জামায়াত : শফিকুর রহমান

খবর প্রতিবেদন |
০১:৩৯ এ.এম | ০৭ নভেম্বর ২০২৫


জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন,  আগামী নির্বাচনে একজন থেকে ২০০ জন এমপি নির্বাচিত হলেও সরকারি সুবিধা গ্রহণ করবে না জামায়াত।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় সিলেটের এক অভিজাত কনভেনশন সেন্টারে আয়োজিত সুধী সমাবেশে নেতাকর্মীদের তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, জামায়াতের কেউ কোনো ধরনের অপকর্মে জড়াবে না। যারা অপকর্মে যাবেন, তাদের হাত চেপে রাখা হবে।  

দেশের রাজনৈতিক দলের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ৫ আগস্টের পর দেশে দৃশ্যমান অনেক পরিবর্তন হয়েছে। তবে রাজনৈতিক দলের নেতারা দায়িত্বশীলতার পরিচয় দিতে পারেনি।

জামায়াত আমির বলেন, আগামী নির্বাচনের মাধ্যমে সামাজিক ন্যায়বিচার যদি কায়েম করা যায়, তাহলে দুর্নীতির জট কেটে যাবে। কেননা আমাদের স্বার্থের ব্যাপারে সবার আগে বাংলাদেশ।

সমাবেশে দলটির কেন্দ্রীয় নেতাসহ আসন্ন নির্বাচনে সিলেটের সম্ভাব্য প্রার্থীরা এবং মহানগরের দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।

টানা তৃতীয় মেয়াদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হওয়ার পর বুধবার (৫ নভেম্বর) নিজ জন্মভূমি সিলেটে ছুটে যান ডা. শফিকুর রহমান।