খুলনা | শনিবার | ০৮ নভেম্বর ২০২৫ | ২৪ কার্তিক ১৪৩২

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের আলোচনায় মাহফুজ

৭ নভেম্বরের চেতনা ও ছাত্র-জনতার গণঅভ্যুত্থান এক সূত্রে গাঁথা

খবর বিজ্ঞপ্তি |
০১:২৯ এ.এম | ০৮ নভেম্বর ২০২৫


মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, আল্লাহ তাআলার তরফ থেকে এ জাতির প্রতি এই উম্মার প্রতি পরীক্ষার পর পরীক্ষার মধ্যদিয়ে একটা নতুন বাংলাদেশের অভিযাত্রা, নতুন দিগন্ত আল্লাহ তা’আলা সূচনা করেছেন। এবারের ৭ নভেম্বর আমরা এমন একটা পরিস্থিতিতে এমন একটা সময়ে উদযাপন করছি যখন আধিপত্যবাদ বিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ। ৭ নভেম্বরের চেতনা ও ছাত্র-জনতার ৫ আগস্টের বিপ্লব এক সূত্রে গাঁথা। জামায়াতে ইসলামী আয়োজিত ৭ নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 
মহানগর সেক্রেটারি এড. শেখ জাহাঙ্গীর হুসাইন হেলালের পরিচালনায় বক্তৃতা করেন নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, সহকারী সেক্রেটারি এড. শাহ আলম, প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম ও আজিজুল ইসলাম ফারাজী, ড. আবু রুবাবা, মাওলানা আ ন ম আব্দুল কুদ্দুস, মাওলানা আবু বকর সিদ্দিক, আ স ম মামুন শাহীন, হাফেজ মুকাররম বিল্লাহ আনসারী, মিম মিরাজ হোসাইন, ইঞ্জিনিয়ার মোল্লা আলমগীর, অধ্যাপক জুলফিকার আলী, মাওলানা শাহারুল ইসলাম, মাওলানা শেখ মোঃ অলিউল্লাহ, অধ্যাপক ইকবাল হোসেন ও এড. শফিকুল ইসলাম লিটন প্রমুখ।