খুলনা | শনিবার | ০৮ নভেম্বর ২০২৫ | ২৪ কার্তিক ১৪৩২

হানিফের শ্যালক কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ নেতা কাজী ফয়েজ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক |
০১:৩৪ এ.এম | ০৮ নভেম্বর ২০২৫


কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফের শ্যালক কাজী ফয়েজ মাহমুদ গ্রেফতার করে নগর গোয়েন্দা পুলিশ। তিনি নগরীর খালিশপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি। বৃহস্পতিবার রাত ১০টা ৪৫ মিনিটে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে কাজী ফয়েজ আহমেদকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহযোগিতায় গ্রেফতার করে খুলনা নগর ডিবি। শুক্রবার ভোর রাতে নগর ডিবি কার্যালয়ে আনা হয় তাকে।
মহানগর গোয়েন্দা পুলিশের ওসি তৈমুর ইসলাম বলেন, কাজী ফয়েজকে আমরা গত কয়েকদিন ধরে খুঁজছিলাম। গোয়েন্দা সংবাদ মারফত জানতে পারলাম তিনি ঢাকার বসুন্ধরায় অবস্থান করছে। এমন সংবাদ পেয়ে বসুন্ধরায় ভাড়া করা বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে খুলনার খালিশপুর থানায় নাশকতাসহ একাধিক অভিযোগ ও ৩টি মামলা আছে।
পুলিশ জানায়, বিগত সরকারের আমলে তার বিরুদ্ধে ক্ষমতা অপব্যবহারের অভিযোগ রয়েছে। তিনি শেখ সোহেলের বন্ধু পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে নিজের প্রভাব খাটাতেন।
এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফের শ্যালক কাজী ফয়েজ মাহমুদসহ ৬ নেতা-কর্মীকে গ্রেফতারের বিষয়টি শুক্রবার নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া এ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।