খুলনা | শনিবার | ০৮ নভেম্বর ২০২৫ | ২৪ কার্তিক ১৪৩২

ডুমুরিয়ায় আলী আজগর লবি

খেলাধুলার একনাম জীবন, আর মাদকের আরেক নাম মরণ

ডুমুরিয়া প্রতিনিধি |
০১:৩৭ এ.এম | ০৮ নভেম্বর ২০২৫


খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের  প্রার্থী মোহাম্মদ আলি আসগার লবি বলেছেন খেলাধুলার এক নাম জীবন, আর মাদকের আরেক নাম মরণ। প্রত্যেক ছেলে মেয়েদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করতে হবে। খেলাধুলা ছাড়া সুস্বাস্থ্যের অধিকারী হওয়া সম্ভব না। আমি একজন ক্রীড়াবিদ, আমি দীর্ঘদিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ছিলাম। এজন্য খেলাধুলার প্রতি আমার আগ্রহটা একটু বেশি।  
শুক্রবার বিকেলে সিডি যুব সংঘের আয়োজনে চেচুড়ি দহাকুলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টেন ফাইনাল খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন সিডি যুব সংঘের সভাপতি মোঃ ইমদাদুল হক মিলন। উদ্বোধক ছিলেন জেলা বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক ও উপজেলা বিএনপি’র আহবায়ক মোল্লা মোশাররফ হোসেন মফিজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা জজকোর্টের এপিপি এড. মুনিমুর রহমান নয়ন। বক্তব্য রাখেন মোঃ শাহিন মোল্লা, এস এম নুর ইসলাম, আবু দাউদ গোলদার, মুরাদুল ইসলাম, মাষ্টার আব্দুল হাফিজ, ডাঃ বাবুল, আরজান গাজী, ফজলু গাজী, বাবলু বিশ্বাস প্রমুখ। 
খেলায় নওয়াপাড়া ফুটবল একাদশ কাটেঙ্গা ফুটবল একাদশকে ২-১ গোলে পরাজিত করে বিজয়ী হয়। সন্ধ্যায় চুকনগরে ডিবিসি নিউজের সাথে তিনি মতবিনিময় করেন। পরে নরনিয়া স্বপ্তপল্লী ভৈরবী তীর্থ মহাশ্মশানে যজ্ঞানুষ্ঠান পরিদর্শন করেন। এসময় আরও উপস্থিত ছিলেন আটলিয়া ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন,  সদস্য সচিব সরদার দৌলত হোসেন, বিএনপির নেতা এম এ সালাম, বিএম হাবিবুর রহমান হবি, মোড়ল আমিনুর রহমান, শেখ আব্দুল কাদের, প্রভাষক আব্দুর রাজ্জাক, শেখ আব্দুল কালাম, রমেন রায়, আবু শাহামা, হাসানুজ্জামান মোড়ল, মঞ্জুর রশিদ, সরদার বিল্লাল হোসেন, রুহুল আমীন বিশ্বাস, কবির হাসান ডবলু, মাহাবুবুর রহমান, সিরাজুল ইসলাম, শাহিনুর রহমান প্রমুখ।