খুলনা | শনিবার | ০৮ নভেম্বর ২০২৫ | ২৪ কার্তিক ১৪৩২

কালীগঞ্জে মাঠ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি |
০৪:৪৫ পি.এম | ০৮ নভেম্বর ২০২৫


ঝিনাইদহের কালীগঞ্জে মাঠ থেকে এ অজ্ঞাত (৫৫) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (০৮ নভেম্বর) সকালে উপজেলার পুকুরিয়া গ্রামের মাঠের রাস্তা থেকে ওই নারী মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, পুকুরিয়া-মোল্লাকোয়া সড়কের বড় খাল মাঠের মধ্যে রাস্তার উপর এক নারীর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় তারা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোফাজ্জেল হক বলেন, খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছি। ধারনা করছি ওই নারীর বয়স ৫৫ বছরের কাছাকাছি। লাশের শরীরে আঘাতোর কোন চিহ্ন নেই। প্রাথমিক ভাবে আমরা ধারনা করছি এই নারী মানসিক প্রতিবদ্ধি। মৃত্যুর সঠিক কারণ ময়না তদন্তের পরই জানা যাবে।