খুলনা | রবিবার | ০৯ নভেম্বর ২০২৫ | ২৫ কার্তিক ১৪৩২

লিঙ্গুইস্টিক অলিম্পিয়াডের খুলনা আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত

নিজস্ব ভাষা সমৃদ্ধ হলে দেশও উন্নতির পথ ধরে এগিয়ে যায় : খুবি উপাচার্য

খবর বিজ্ঞপ্তি |
০১:৪১ এ.এম | ০৯ নভেম্বর ২০২৫


মাতৃভাষা চর্চা, প্রচার ও প্রসারের লক্ষ্যে খুলনায় প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে লিঙ্গুইস্টিক অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের উদ্যোগে শনিবার দেলদার আহমেদ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এই প্রতিযোগিতা সম্পন্ন হয়। সকালে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
উপাচার্য বলেন, লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড একটি সময়োপযোগী ও জ্ঞানভিত্তিক আয়োজন। একটি জাতির ভাষা যত সমৃদ্ধ হবে, সেই জাতি তত উন্নতির পথ ধরে দ্রুত এগিয়ে যাবে। তিনি বলেন, জাপান, চীন, কোরিয়া তাদের নিজস্ব ভাষার শক্তিকে ব্যবহার করেই বিশ্বমঞ্চে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে। অতীতে বাংলাদেশে উচ্চশিক্ষার নানান বই বাংলায় অপর্যাপ্ত থাকলেও এখন মাতৃভাষায় জ্ঞানচর্চার ক্ষেত্র উল্লেখযোগ্যভাবে বিস্তৃত হয়েছে।
তিনি আরও বলেন, মাতৃভাষার পাশাপাশি সময়ের প্রয়োজন হিসেবে আন্তর্জাতিক ভাষা শিক্ষা গুরুত্বপূর্ণ। খুলনা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অনেক আদিবাসী শিক্ষার্থী নিজস্ব মাতৃভাষা ধরে রেখে বাংলা ও ইংরেজি শিখে আজ উচ্চশিক্ষায় নিজেদের মেধার স্বাক্ষর রাখছে, যা ভাষাচর্চার জোরদার দৃষ্টান্ত। এ সময় তিনি স¤প্রতি প্রয়াত বিশিষ্ট শিক্ষাবিদ ও ভাষাচিন্তক সৈয়দ মনজুরুল ইসলামের ভাষা-অবদান স্মরণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান। সম্মানিত অতিথির বক্তৃতা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিসিপ্লিনের প্রফেসর মোঃ সামিউল হক। বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা শিক্ষা অফিসার এস. এম. ছায়েদুর রহমান এবং সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ দে। স্বাগত বক্তৃতা করেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) আবুল কালাম। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন লিঙ্গুইস্টিক অলিম্পিয়াডের সদস্য-সচিব ও আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের উপপরিচালক (প্রশাসন) ড. খিলফাত জাহান যুবাইরাহ্।
উদ্বোধনী বক্তব্যের পর উপাচার্য বেলুন ও ফেস্টুন উড়িয়ে লিঙ্গুইস্টিক অলিম্পিয়াডের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। এতে শিক্ষার্থী, তাদের অভিভাবক, ইনস্টিটিউটের প্রতিনিধিসহ অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
খুলনা অঞ্চলের মোট ২৯৩ জন শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নেয়। এর মধ্যে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির (ক) ক্যাটাগরিতে অংশ নেয় ২৩৭ জন এবং দশম থেকে দ্বাদশ শ্রেণির (খ) ক্যাটাগরিতে অংশ নেয় ৫৬ জন শিক্ষার্থী। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী নির্ধারিত পরীক্ষায় শিক্ষার্থীরা ভাষাবিজ্ঞানভিত্তিক নানা সমস্যা সমাধানে অংশ নেয়। প্রতিযোগিতা শেষে মূল্যায়ন, ফলাফল ঘোষণা, প্রশ্নোত্তর ও উন্মুক্ত আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়।