খুলনা | রবিবার | ০৯ নভেম্বর ২০২৫ | ২৫ কার্তিক ১৪৩২

কেসিসি’র তত্ত্বাবধানে

নগরীর লায়ন্স স্কুল এন্ড কলেজের পুকুরের কচুরিপানা বর্জ্য অপসারণ

খবর বিজ্ঞপ্তি |
০১:৪৩ এ.এম | ০৯ নভেম্বর ২০২৫


খুলনা সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে পরিচালিত ‘‘হেলদি সিটিস : আরবান গভর্ণন্যান্স ফর হেলথ এন্ড ওয়েলবিয়িং ইন খুলনা সিটি কর্পোরেশন’’ শীর্ষক প্রকল্পের আওতায় মহানগরীর বিভিন্ন ওয়ার্ডে বিদ্যমান পুকুর ও জলাধারসমূহের অনুক‚ল পরিবেশ ফিরিয়ে আনতে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হচ্ছে। খুলনাকে একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নগরী হিসেবে গড়ে তুলতে বিশ^ স্বাস্থ্য সংস্থা ও বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগিতায় নগরীতে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। 
পরিচ্ছন্নতা কার্যক্রমের আওতায় গতকাল শনিবার নগরীর লায়ন্স স্কুল এন্ড কলেজের অনন্তরীণ পুকুরের কচুরিপানা ও বর্জ্য অপসারণ করা হয়। কেসিসি’র প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোহিনুর জাহান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন। বিডি ক্লিন-খুলনার সদস্যগণ বর্জ্য অপসারণ কার্যক্রমে অংশগ্রহণ করেন।
নগরীর ২৫নং ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা এবং শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এসকেএম তাছাদুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের প্রফেসর ড. তুষার কান্তি রায়, পরিবেশবাদী সংগঠন  বেলা’র বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল, লায়ন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. বাদশাহ খান, প্রকল্প কর্মকর্তা আসিফ আহমেদ, কেসিসি’র কঞ্জারভেন্সী অফিসার মোঃ অহিদুজ্জামান খান, লাইসেন্স অফিসার খান হাবিবুর রহমান, আমরা বৃহত্তর খুলনাবাসীর সহ-সভাপতি সরদার আবু তাহের ও সেক্রেটারী ওমর ফারুক কচি।
মশার বংশবিস্তার হ্রাসে এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়া সংক্রমণ প্রতিরোধে খুলনা সিটি কর্পোরেশনের এ কার্যক্রমের পাশাপাশি নিজ নিজ বাড়ির আঙিনা পরিস্কার-পরিচ্ছন্ন রাখার জন্য নগরবাসীর প্রতি কেসিসি’র পক্ষ থেকে আহŸান জানানো হয়েছে।