খুলনা | রবিবার | ০৯ নভেম্বর ২০২৫ | ২৫ কার্তিক ১৪৩২

কয়রা উপজেলা মহিলাদলের মতবিনিময় সভায় বাপ্পী

নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জুলাই বিপ্লব সফল হয়েছে তেমনি ধানের শীষের ভোট বিপ্লব হবে

খবর বিজ্ঞপ্তি |
০১:৪৭ এ.এম | ০৯ নভেম্বর ২০২৫


খুলনা-৬ আসনের ধানের শীষের প্রার্থী, জেলা বিএনপির সদস্য সচিব (ভারপ্রাপ্ত) এস এম মনিরুল হাসান বাপ্পী বলেছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাংলাদেশে নারী অধিকার প্রতিষ্ঠা ও ক্ষমতায়নে অনন্য ভূমিকা রেখেছেন। তিনি প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়ে রক্ষণশীল সমাজে নারীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করেন। তাঁর নেতৃত্বে নারী উন্নয়ন আইনি কাঠামোর বাইরে গিয়ে বাস্তবিক উন্নয়নে রূপ নেয়। নারীশিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি ও অর্থনীতিতে নারীর অংশগ্রহণ বৃদ্ধি পায়, যা নারীদের আত্মনির্ভরশীল করে তোলে। কিন্তু আমরা লক্ষ্য করছি নারীদের নিয়ে একটি দল হাদিসের দোহাই দিয়ে মিথ্যা তথ্য উপাত্ত দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে। শনিবারকয়রা উপজেলা মহিলাদের নির্বাচনী সাংগঠনিক সভায় একথা বলেন।
তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিনামূল্যে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন প্রণয়ন করেন এবং মেয়েদের জন্য দশম শ্রেণি পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার ব্যবস্থা করেন। আর্থিক দিক বিবেচনায় এনে ছাত্রীদের জন্য শিক্ষা উপবৃত্তি এবং শিক্ষার জন্য খাদ্য কর্মসূচি চালু করে শিক্ষাক্ষেত্রে অগ্রগতি নিশ্চিত করেন। 
তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি আপনাদের আন্তরিকতায় বিএনপির স্লোগান তৃণমূলে পৌঁছে দেয়ার মাধ্যমে সকল অপপ্রচারকারী সমাজ ও রাষ্ট্র থেকে বিতরিত হবে।কারণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণে জুলাই বিপ্লব সফল হয়েছে, তেমনি আপনাদের মাধ্যমেই এই অঞ্চলে ধানের শীষের ভোট বিপ্লব হবে।
কয়রা উপজেলা মহিলাদলের সহ-সভাপতি ফাতেমা খাতুনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক রোজিনা আক্তারের সঞ্চালনায় শনিবার বেলা ১১টায় কয়রা উপজেলা বিএনপি অফিসে অনুষ্ঠিত হয়। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা গোলাম মোস্তফা, মাহফুজা খানম, রুবিনা আক্তার, জেসমিন আরা, নূরুননাহার, আয়েশা খাতুন, শাহানাজ পারভীন, পারভীন সুলতানা, মারুফা আক্তার, তাহরিমা সুলতানা প্রমুখ।
চাঁদ আলী বাজারে গণসংযোগ ও পথসভায় বাপ্পী : খুলনা-৬ আসনে ধানের শীষ প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পী বাগালী বাজারে গণসংযোগ ও পথসভায় বলেন কয়রার মানুষ চিংড়ি মাছ চাষ করছে। এই অঞ্চলের জনসাধারণের আতঙ্ক নদী ভাঙ্গন, যা রোধ করতে কেউই কাজ করেনি। আমি কথা দিচ্ছি আপনারা ধানের শীষে ভোট দিয়ে আমাকে জাতীয় সংসদে কথা বলার সুযোগ করে দিলে অবশ্যই টেকসই বেড়িবাঁধ নির্মাণের মাধ্যমে আমি আপনাদের মনিকোঠায় স্থায়ীভাবে স্থান করে নিতে পারবো। 
বাগালী ইউনিয়নের আহবায়ক আব্দুর রহিম সানা সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ রফিকুল মিস্ত্রীর সঞ্চালনায় শনিবার সকাল সাড়ে ৭টায় বাগালী ইউনিয়নের চাঁদআলী বাজারে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আশরাফুল আলম নান্নু, উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ মোহতাসিম বিল্লাহ, মাহমুদ আলম লোটাস, মাসুম বিল্লাহ, রফিকুল গাজী, আব্দুল গফফার, মোঃ সাইফুজ্জামান, মাওলানা গোলাম মোস্তফা, আব্দুল লতিফ, মোস্তফা গাজী, জিএম গোলাম মোস্তফা, এস এম রহিম গাজী, আবুল হোসেন, সাব্বির আলম বাবু, পীর আলী, রবিউল ইসলাম, আব্দুস সোবহান গাজী, নজরুল গাজী, ফরিদুল ইসলাম, পলাশ প্রমুখ।