খুলনা | বুধবার | ১২ নভেম্বর ২০২৫ | ২৮ কার্তিক ১৪৩২

বৃথা গেল আকবরের ১১ বলে ফিফটি, প্লেট লেগে রানার্সআপ বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক |
০৪:০৪ পি.এম | ০৯ নভেম্বর ২০২৫


দক্ষিণ আফ্রিকাকে আজ সেমিফাইনালে হারিয়ে স্বাগতিক হংকংয়ের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। হংকং সিক্সেসের প্লেট ফাইনালে আকবর আলীর ঝড়ো হাফ সেঞ্চুরিতে ১২০ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে তারা। কিন্তু আইজাজ খান তাণ্ডব চালালে ১ উইকেটে হারতে হয়েছে বাংলাদেশকে। প্লেট লেগে স্বপ্নভঙ্গ হলো তাদের।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঝড় তোলা হাবিবুর রহমান সোহান প্রথম বলেই ডাক মারেন। তারপর জিসান আলমকে নিয়ে ঝড় তোলেন আকবর। চতুর্থ ওভারে ১১ বলে ১ চার ও ৭ ছয়ে হাফ সেঞ্চুরি করেন বাংলাদেশ অধিনায়ক। শেষ দিকে তিনি ব্যাটিংয়ে নেমে আরো দুটি বল খেলে ৫১ রানে আউট হন।

জিসান ৭ বলে ২৭ রান করেন। তার চেয়ে একটি বল বেশি খেলে আবু হায়দার ২৮ রান করেন। তোফায়েল আহমেদ ১০ রানে অপরাজিত ছিলেন।

লক্ষ্য দিয়ে বাংলাদেশ প্রথম ওভারে দুটি উইকেট তুলে নেয়। আবু হায়দার তার প্রথম তিন বলে দুই ব্যাটারকে ফেরান।

আইজাজ খান ১৫ বলে চারটি চার ও ছয়টি ছয়ে ৫৫ রান করে রিটায়ার্ড হার্ট হন। বাংলাদেশকে চাপে ফেলেছিলেন তিনি।

আবু হায়দার পঞ্চম ওভারে দুটি উইকেট তুলে নিয়ে স্বস্তি ফেরান।

শেষ দিকে আইজাজ ব্যাটিংয়ে ফিরে ম্যাচ পাল্টে দেন। শেষ বলে জয়সূচকসহ আকবরকে পাঁচটি ছয় মারেন তিনি। ২১ বলে ৪ চার ও ১১ ছয়ে ৮৫ রানে অপরাজিত ছিলেন আইজাজ।

হংকং ৫ উইকেটে করে ১২৩ রান। অন্য প্রান্তে নিজাকাত খান ৯ বলে ২৮ রানে অপরাজিত ছিলেন। ৫ উইকেটে ১২৩ রান করে স্বাগতিকরা।