খুলনা | সোমবার | ১০ নভেম্বর ২০২৫ | ২৬ কার্তিক ১৪৩২

‘জেমস বন্ড’ নির্মাতা পরিচালক লি তামাহোরি আর নেই

খবর বিনোদন |
০৫:১৩ পি.এম | ০৯ নভেম্বর ২০২৫


নিউজিল্যান্ডের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা এবং জেমস বন্ড সিরিজের ‘ডাই অ্যানাদার ডে’এর পরিচালক লি তামাহোরি মারা গেছেন। দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে জানা যায়। শুক্রবার (৭ নভেম্বর) ৭৫ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার পরিবারের বরাতে রেডিও নিউজিল্যান্ড জানায়, দীর্ঘদিন পারকিনসনে ভোগার পর তিনি বাড়িতেই শান্তিপূর্ণভাবে মারা যান।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তার রেখে যাওয়া উত্তরাধিকার বেঁচে থাকবে তার পরিবারে, তার নাতি-নাতনিদের মধ্যে, যেসব নির্মাতাকে তিনি অনুপ্রাণিত করেছেন এবং প্রতিটি গল্পে যা তিনি অকৃত্রিম হৃদয় দিয়ে ফুটিয়ে তুলেছেন। লি ছিলেন দৃঢ়চেতা নেতা, প্রবল সৃজনশীল একজন। যিনি পর্দার সামনে ও পিছনে মাওরি প্রতিভাকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

নিউজিল্যান্ডে ওয়েলিংটনে ১৯৫০ সালে জন্ম নেয়া লি তামাহোরি মাওরি ও ব্রিটিশ বংশোদ্ভূত ছিলেন। সত্তর ও আশির দশকে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের চলচ্চিত্র শিল্পে কাজ শুরু করেন। জিওফ মারফির গুডবাই পর্ক পাই ও দ্য কোয়ায়েট আর্থ–এ ক্রু হিসেবে কাজের অভিজ্ঞতা অর্জন করেন। নাগিসা ওশিমার আন্তর্জাতিক প্রশংসিত সিনেমা মেরি ক্রিসমাস, মিস্টার লরেন্স–এ তিনি প্রথম সহকারী পরিচালক হিসেবে কাজ করেন।

তার পরিচালনায় প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ওয়ান্স ওয়ার ওয়ারিয়র্স ১৯৯৪ সালে মুক্তি পেয়ে নিউজিল্যান্ডের ইতিহাসে সর্বোচ্চ আয়ের সিনেমা হয়েছিল ঐ বছর।  এরপর মুলহল্যান্ড ফলস, দ্য এজ, অ্যালং কেইম আ স্পাইডারসহ বেশ কিছু হলিউড সিনেমা পরিচালনা করে তিনি আন্তর্জাতিক অঙ্গনে শক্ত অবস্থান তৈরি করেন।

২০০২ সালে পিয়ার্স ব্রসনান অভিনীত জেমস বন্ড সিরিজের সিনেমা ‘ডাই অ্যানাদার ডে’ তার ক্যারিয়ারের সবচেয়ে আলোচিত কাজ। হলিউড পর্ব শেষে তিনি আবার নিউজিল্যান্ডে ফিরে মাহানা এবং সাম্প্রতিক সময়ে দ্য কনভার্ট পরিচালনা করেন, যেখানে ব্রিটিশ মিশনারি চরিত্রে অভিনয় করেন গাই পিয়ার্স।