খুলনা | বুধবার | ১২ নভেম্বর ২০২৫ | ২৮ কার্তিক ১৪৩২

হঠাৎ হার্ট এ্যাটাক করে হাসপাতালে ভর্তি ফারুক

ক্রীড়া প্রতিবেদক |
১২:১৭ এ.এম | ১০ নভেম্বর ২০২৫


সারাদেশের ক্রিকেটকে এক ছাতার নিচে নিয়ে আসতে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে দু’দিনব্যাপী ক্রিকেট কনফারেন্সের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে উপস্থিত ছিলেন না বিসিবির সাবেক সভাপতি ও বর্তমান পরিচালক ফারুক আহমেদ।
বিসিবি আয়োজিত এই কনফারেন্সে উপস্থিত ছিলেন না বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ। কারণ হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার দুপুরে হার্ট এ্যাটাক করলে তাকে দ্রুততম সময়ের মধ্যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে এনজিওগ্রাম করে ফারুকের হার্টে একটি ব্লক ধরা পড়েছে। পরে সন্ধ্যায় তার হার্টে রিং বসানো হয়েছে।
জানা গেছে, বর্তমানে ফারুকের শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে এবং এখন তিনি আশঙ্কামুক্ত আছেন। আজই তাকে কেবিনে স্থানান্তর করা হতে পারে।
সর্বশেষ বিসিবি নির্বাচনে অংশ নেন ফারুক। ক্লাব ক্যাটাগরি থেকে ৪২ ভোটের ৪২টিই পেয়েছেন ফারুক আহমেদ। বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ার পর হয়েছেন সহ-সভাপতিও।
বর্তমানে বিসিবির পরিচালক এবং সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন ফারুক আহমেদ। এর আগে ১৯৮৪ সাল থেকে ১৯৯৯ সাল পর্যন্ত বাংলাদেশের হয়ে খেলেছেন ফারুক। ছিলেন দলের অধিনায়কও। পরে দুই দফায় বিসিবির নির্বাচকের দায়িত্ব পালন করেছেন তিনি।