খুলনা | রবিবার | ০৭ ডিসেম্বর ২০২৫ | ২৩ অগ্রাহায়ণ ১৪৩২

জনতা ব্যাংক জেবিএবি’র উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

খবর বিজ্ঞপ্তি |
১২:১৬ এ.এম | ১১ নভেম্বর ২০২৫


জনতা ব্যাংক পিএলসি বিভাগীয় কার্যালয় খুলনার সভাকক্ষে জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশন বাংলাদেশ (জেবিএবি) জনতা ব্যাংক পিএলসি খুলনা এরিয়ার আয়োজনে গতকাল সোমবার সন্ধ্যায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস  উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন বিভাগীয় কার্যালয় খুলনার ডিজিএম মোঃ মফিজুল ইসলাম। 
অতিথি হিসেবে বক্তৃতা করেন এরিয়া অফিস খুলনার ডিজিএম মোঃ জাকির হোসেন, খুলনা কর্পোরেট শাখার এজিএম ইনচার্জ মোঃ মেহেদী হাসান, জেবিএবি খুলনা বিভাগীয় কমিটির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোঃ ইসরাইল হোসেন, জেবিএবি খুলনা এরিয়া কমিটির সভাপতি মোহাঃ আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন রূপসা শাখা ব্যবস্থাপক জিয়াউর রহমান, এরিয়া অফিস খুলনার সানিয়াত রহমান ও খানজাহান আলী রোড শাখার পরিমল বিস্বাস প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন এরিয়া অফিস খুলনার নিশাত সুলতানা। অনুষ্ঠানে জনতা ব্যাংক খুলনার সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।