খুলনা | রবিবার | ০৭ ডিসেম্বর ২০২৫ | ২৩ অগ্রাহায়ণ ১৪৩২

আইডিইবি খুলনা জেলা শাখার উদ্যোগে গণপ্রকৌশল দিবস ও প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

খবর বিজ্ঞপ্তি |
১২:১৭ এ.এম | ১১ নভেম্বর ২০২৫


‘দক্ষ জনশক্তি দেশ গঠনের মূল ভিত্তি’ প্রতিপাদ্যে খুলনায় গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। গতকাল সোমবার সকালে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে গণপ্রকৌশল দিবস এবং আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়।
উদযাপন কমিটির আহŸায়ক প্রকৌশলী এমদাদুল হক খানের সভাপতিত্বে এবং সদস্য সচিব প্রকৌশলী শিবলী নোমানের সঞ্চালনায় আলোচনা পূর্ব র‌্যালিতে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) মোঃ ফিরোজ শাহ।
বিশেষ অতিথি ছিলেন খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ শেখ মুস্তাফিজুর রহমান, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) খুলনার অধ্যক্ষ প্রকৌশলী মোঃ জিয়াউর রহমান, আইডিইবি খুলনা জেলা শাখার অন্তর্বর্তীকালীন কমিটির আহŸায়ক প্রকৌশলী সেলিমুল আজাদ, কেন্দ্রীয় আহŸায়ক কমিটির ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক প্রকৌশলী এসকে মাহমুদ আলম, এবং সদস্য সচিব প্রকৌশলী হায়দার আলী।
সভায় আরও বক্ত আইডিইবি খুলনা জেলা যুগ্ম-আহŸায়ক প্রকৌশলী মোঃ মাসুম বক্তৃতা করেন মাহমুদ, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রকৌশলী শাহিন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মোঃ নাজমুল কবির, সদস্য (অর্থ) প্রকৌশলী মোঃ ইয়াসিন খান, সদস্য (চাকুরি বিষয়ক) প্রকৌশলী মোঃ মাহবুবুর রহমান, সদস্য (দপ্তর ও গ্রন্থাগার) তন্ময় বসু, সদস্য (জনসংযোগ ও প্রচার) প্রকৌশলী ইমরান বিশ্বাস, সদস্য (সাহিত্য, সাংস্কৃতিক ও প্রকাশনা) প্রকৌশলী মোঃ নাইমুর রহমান আশা, সদস্য (মহিলা ও পরিবার কল্যাণ) প্রকৌশলী প্রিয়াংকা সরকার, এবং সদস্য (ছাত্র বিষয়ক) প্রকৌশলী সত্যানন্দ দত্ত।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য প্রকৌশলী মোঃ ইমান আলী, প্রকৌশলী শহিদুল ইসলাম পাহলান, খুলনা ওয়াসা ডিপ্রকৌস সভাপতি রফিকুল ইসলাম সরদার, বিজেএমসি ডিপ্রকৌস সভাপতি প্রকৌশলী কাজী মহিউদ্দিন, এফডিইবি সভাপতি প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, পাওয়ার গ্রিড ডিপ্রকৌস সভাপতি প্রদীপ কুমার দাস, ওজোপাডিকো ডিপ্রকৌস সভাপতি দেলোয়ার হোসেন, কেসিসি ডিপ্রকৌস সভাপতি এফ এম ফয়সাল, এবং জেলা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ প্রকৌশলী অমিত কান্তি ঘোষ, প্রকৌশলী মোস্তাফিজুর রহমান মিঠু, প্রকৌশলী ওয়াসিকুর রহমান, প্রকৌশলী অভি হাসান জুয়েল, প্রকৌশলী পারভেজ বখতিয়ার, প্রকৌশলী শহিদুল ইসলাম সুজন, প্রকৌশলী এস এ আজাদ, প্রকৌশলী অমিত মল্লিক ও প্রকৌশলী হানিফ আকাশ প্রমুখ।