খুলনা | রবিবার | ০৭ ডিসেম্বর ২০২৫ | ২৩ অগ্রাহায়ণ ১৪৩২

সাতক্ষীরায় ট্রাকের চাকায় পিষ্টে ব্যবসায়ী নিহত, চালক আহত

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:২১ এ.এম | ১১ নভেম্বর ২০২৫


সাতক্ষীরায় দ্রুতগতির ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছে। সোমবার দুপুর পৌনে ১২টার দিকে সদর উপজেলাধীন সাতক্ষীরা-যশোর সড়কের তুজলপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল চালক। নিহত মোঃ আব্দুল আলিম (৩৫) জেলার কলারোয়া উপজেলার ব্রজবাকসা মোঃ রেজাউল ইসলামের ছেলে। আহত তার ব্যবসায়ীর পার্টনার একই এলকার আক্তার হোসেনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় আব্দুল আলীম তার ব্যবসায়িক পার্টনার আক্তার হোসেনকে নিয়ে শ্যামনগর থেকে মোটরসাইকেলে কলারোয়ায় বাড়ির দিকে যাচ্ছিল। পথিমধ্যে বেলা পৌনে ১২টার দিকে সদর উপজেলাধীন সাতক্ষীরা-যশোর সড়কের তুজলপুর এলাকায় জনৈক নজরুল ইসলামের সার কীটনাশকের দোকানের সামনে পৌঁছালে বিপরীত  দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাকের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তার উপর পড়ে গিয়ে ট্রাকের ঢাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হন আব্দুল আলিম। এ ঘটনায়  মোটরসাইকেল চালক আক্তার হোসেন আহত হন। তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিলুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।