খুলনা | মঙ্গলবার | ১১ নভেম্বর ২০২৫ | ২৬ কার্তিক ১৪৩২

এনসিপির কার্যালয়ের সামনে ৪টি ককটেল বিস্ফোরণ, একজনকে গণপিটুনি

খবর প্রতিবেদন |
১২:২৫ এ.এম | ১১ নভেম্বর ২০২৫


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ৫টি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এর মধ্যে চারটি ককটেল বিস্ফোরিত হয় এবং অন্যটি অবিস্ফোরিত অবস্থায় রয়েছে।

ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মোটরসাইকেলে পালিয়ে যাওয়ার সময় দুজনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। সোমবার (১০ নভেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে। আগে থেকেই নিরাপত্তা জোরদার থাকলেও বিস্ফোরণের পর অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

এনসিপির যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেল সম্পাদক মুশফিক উস সালেহীন জানান, রাত ১১টার দিকে এনসিপির কার্যালয় লক্ষ্য করে ৫টি ককটেল নিক্ষেপ করা হয়। এর মধ্যে ৪টি ককটেল বিস্ফোরিত হয়। একটি ককটেল  অবিস্ফোরিত অবস্থায় রয়েছে। ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মোটরসাইকেলে পালিয়ে যাওয়ার সময় এনসিপির নেতাকর্মীরা দুজনকে আটক করেন।

তিনি আরও জানান, পরে পুলিশ আটক ব্যক্তিদের নিজেদের হেফাজতে নিয়ে যায়।

এই হামলার পেছনে কারা জড়িত এবং কী উদ্দেশ্য ছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

এদিকে রাজধানীর মোহাম্মদপুরে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তারের ব্যবসাপ্রতিষ্ঠানে সকাল ৭টার দিকে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হননি বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি মোটরসাইকেলে দুই আরোহী এসে স্যার সৈয়দ রোডে প্রবর্তনা প্রতিষ্ঠানের ভেতরে একটি এবং রাস্তার ওপর আরেকটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। দুটি ককটেলই বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন।